ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা বোঝাই পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত

প্রকাশিত: ০২:০২, ৯ ডিসেম্বর ২০১৬

রোহিঙ্গা বোঝাই পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরও পাঁচটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল ৭টায় ওসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় শুন্যরেখা দিয়ে পাঁচটি রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। ওসব নৌকায় ১০ থেকে ১৫জন করে রোহিঙ্গা ছিল। এ নিয়ে গত আট দিনে রোহিঙ্গা বোঝাই ৩৫টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। উল্লেখ্য, গত ৯ অক্টোবর মিয়ানমার অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) তিনটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
×