ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি

প্রকাশিত: ০১:৪৪, ৯ ডিসেম্বর ২০১৬

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দলটির নেতৃবৃন্দ বলছেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় শত্রু হল মৌলবাদ। যে কোন মূল্যে এই শত্রুকে পরাস্থ করতে হবে। নইলে শান্তি ও নিরাপত্তা চরমভাবে বিঘিœত হবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ ও আদিবাসী হত্যা, মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশী নির্যাতন, কড়াইল বস্তিতে অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ-পশ্চিম জোন কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচীতে পার্টির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাধানতার পর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে মৌলবাদী গোষ্ঠীকে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের বিরোধী দল জামায়াত ইসলামমে পুঃনর্বাসন করেছে। যাদের নাগরিকত্ব ছিল না তাদের দেশে ফিরিয়ে এনে নাগরিক সনদ তুলে দেয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের মন্ত্রী করা হয়েছে। এসবকিছুর সুযোগ নিয়েছে মৌলবাদী গোষ্ঠী। আড়ালে আয়ের উৎস সৃষ্টি করেছে। বাণিজ্যে পাড়ার গড়েছে টাকার। পাশাপাশি মৌলবাদের সঙ্গে যুক্ত দেশগুলোর ইনভেস্টমেন্ট তো ছিলই। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন দেশে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এদেশের মানুষ এ অপশক্তিকে রুখে দাঁড়াবেই। নেতৃবৃন্দ অবিলম্বে সাম্প্রদায়িক হামলা, আদিবাসী হত্যা সহ সকল হত্যা ও হামলার বিচার দাবি করেন। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা জোন কমিটির সভাপতি দিলীপ বেপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাবলু, আব্দুল মালেক, জোন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত শফি কমল, আকতার হোসেন, কার্তিক হাওলদার, মাহমুদুর রহমান বিরল, মো. সেলিম, খেলাঘর নেতা ম.আলী প্রমুখ।
×