ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে দুই ভাইয়ের কাছ থেকে ৪ হাজার ২ শত বিদেশী সিগারেট জব্দ

প্রকাশিত: ০০:৪০, ৯ ডিসেম্বর ২০১৬

শাহজালালে দুই ভাইয়ের কাছ থেকে ৪ হাজার ২ শত বিদেশী সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুই যাত্রীর কাছ থেকে ৪ হাজার ২০০ প্যাকেট সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমসের প্রিভেন্টিভ টিম। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকালে দুই যাত্রী দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটতে তারা ঢাকায় আসেন। তারা জানান, দুবাই ফেরত যাত্রী দু’জনই আপন ভাই। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, শুক্রবার বন্ধের দিন কেউ হয়ত এয়ারপোর্টে থাকবে না। এ সুযোগে তারা সিগারেট নিয়ে আসে। কিন্তু বিধি বাম। অবশেষে দুই ভাই ওসব অবৈধ বিদেশী সিগারেটসহ কাস্টমর্স কর্তৃপক্ষের জালে ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জব্দকৃত সিগারেটগুলো বেনসন ও ডানহিল ব্র্যান্ডের। বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা না থাকায় এগুলো সিগারেট আমদানি করা নিষিদ্ধ আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। জব্দকৃত সিগারেটগুলোর বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা মামলা হয়েছে বলে শুল্ক কর্তৃপক্ষ জানান।
×