ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক লিটার পানিও ছাড় দিচ্ছে না ভারত: রিজভী

প্রকাশিত: ০০:১৯, ৯ ডিসেম্বর ২০১৬

এক লিটার পানিও ছাড় দিচ্ছে না ভারত: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ভারত একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার করে নিয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক লিটার পানিও তারা ছাড় দিচ্ছে না। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিভিন্ন বন্দর, সড়ক ও মুক্ত আকাশ সুবিধা নিলে আক্ষরিক অর্থেই আমাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলে কিছুই থাকবে না। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে। দেশকে তারা ভারতের হাতে উজাড় করে দিচ্ছে অথচ বিনিময়ে এখন পর্যন্ত তেমন কিছুই পায়নি। সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠের সমতা আনার জন্য অবিলম্বে স্থানীয় প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের বসিয়ে সবার কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগীতামূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাবস্থা করুন। এ নির্বাচনকে ভয়ভীতিমুক্ত করতে সেনাবাহিনী মোতায়েনের কোন বিকল্প নেই। তাই নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা করুন। বিএনপির মুখপাত্র অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও ক্যাডারদের দৌরাত্মের মাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ নিয়ে আইনশৃংখলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের দৌরাত্ম কমাতে কার্যকর কোন পদক্ষেপই গ্রহণ করছেন না। রিজভী বলেন, ভারতসহ পৃথিবীর অনেক দেশের সঙ্গেই বাংলাদেশের আকাশ চুক্তি আছে। কিন্তু কোনো দেশের সঙ্গেই মুক্ত আকাশ সুবিধা দেয়ার চুক্তি নেই। তাই ভারতকে মুক্ত আকাশ সুবিধা দিলে দেশের কোনো লাভ হবে না, এমনকি প্রয়োজনও নেই। শুধু ভারতের স্বার্থে সরকার এ চুক্তি করতে পারে। এতে বিমান ব্যবসা একচেটিয়াভাবে ভারতের কাছে চলে যাওয়ার পাশাপাশি দেশের বাইরে নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ভারত বাংলাদেশের বিমানবন্দর ও আকাশ ব্যবহারের ফলে রাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে পড়বে।
×