ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগামীকাল ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস

প্রকাশিত: ২০:১৮, ৯ ডিসেম্বর ২০১৬

আগামীকাল ১০ ডিসেম্বর ভোলা  হানাদার মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ আগামীকাল ১০ ডিসেম্বর ভোলা হানাদারমুক্ত দিবস। এ দিবস উপলক্ষে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নানা কর্মসুচী গ্রহন করেছে। বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের এই দিনে ভোরে পাক হানাদার বাহিনী ভোলার ওয়াপদা কলোনি থেকে কয়েকটি ট্রাকযোগে বের হয়ে ভোলা খালের লঞ্চঘাটে পূর্বনির্ধারিত একটি কার্গো লঞ্চে ওঠে। সাথে তাদের মেসিনগনসহ ভারি অস্ত্রসহ এবং তাদের দোসর শান্তি কমিটির সেক্রেটারি ইলিয়াস মাস্টার, রাজাকার, আলবদর, আনসারসহ লঞ্চে ওঠে। যাওয়ার সময় ভারি ভারি মেসিনগান কার্গোলঞ্চের দুই দিকে তাক করে ভোলার খাল দিয়ে অগ্রসর হতে থাকে। মাঝে মাঝে ফায়ার করে। এমনি করে তারা ভোলা খেয়াঘাট পাড় হয়ে বড় নদীতে গিয়ে পড়ে। তারপর তারা চাঁদপুরের কাছে পৌঁছলে মিত্রবাহিনীর একটি যুদ্ধবিমান কার্গোটিকে বোমা ছুড়ে তলিয়ে দেয়। হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা অনেকেই নিহত হয়। কিন্তু নর পিচাস ভোলার শান্তি কমিটির সেক্রেটারি ইলিয়াস মাস্টার সৌভাগ্যক্রমে বেঁচে যায়। জেলেরা তাকে নদী থেকে তুলে নিয়ে চাঁদপুর শহরে পৌছে দেয়। ১৯৭১ সালের ৬ মে বেলা ১২ টায় বরিশাল থেকে লঞ্চযোগে পাকহানাদার বাহিনী ভোলার খেয়াঘাটে এসে নামে। ডিসেম্বরের ১০ তারিখ সম্মুখ যুদ্ধে প্রায় ৪০ জন পাকসেনা নিহত হয়। বাকিরা পালিয়ে যাওয়ার সময় বোরহানউদ্দিন বাজার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর বাংলাবাজার চাউলতাতলী মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ হয়। ওই যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন।
×