ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হায়দ্রাবাদে বহুতল ভবন ধস, নিহত ১০

প্রকাশিত: ১৯:৪৩, ৯ ডিসেম্বর ২০১৬

হায়দ্রাবাদে বহুতল ভবন ধস, নিহত ১০

অনলাইন ডেস্ক॥ ভারতের হায়দ্রাবাদের নানক্রমগুড়া এলাকায় সাত তলা একটি ভবনের কাজ চলছিল। রাতে হঠাৎ ভেঙে পড়ল বহুতল ভবনটি। যদিও ভবনটি তৈরি হয়ে গেলেও এর ভেতরের অনেক কাজ বাকি ছিল। পাইপ লাইনের পাশাপাশি বিদ্যুৎ সংযোগের কাজও বাকি ছিল। সেই সব কাজের জন্যই কয়েকটি পরিবার অস্থায়ীভাবে ওই নির্মানাধীন বহুতল ভবনটিতেই থাকত। বৃহস্পতিবার রাতে আচমকাই ভেঙে পড়ে ভবনটি। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাস্তায় নেমে আসেন। তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরসীমা রেড্ডি ঘটনাস্থলে পরিদর্শন করতে আসেন। পুলিশের শীর্ষকর্মকর্তারাও পৌঁছে যান। বিপর্যয় মোকাবিলা উদ্ধার কর্মীরা তাদের উদ্ধারকাজ চালাচ্ছেন। স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, অন্তত দশজন মানুষ ভবনটির নিচে চাপা পড়ে মারা গেছেন। ভবনটির নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত হবে। কোনও গাফিলতি থাকলে নির্মাতাকে শাস্তি দেওয়া হবে, এমনই আশ্বাস দিল তেলেঙ্গানা প্রশাসন।
×