ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসমান টার্মিনাল নির্মাণে সিপিপিবির সঙ্গে বিপিসির চুক্তি

প্রকাশিত: ০৯:১৫, ৯ ডিসেম্বর ২০১৬

ভাসমান টার্মিনাল নির্মাণে সিপিপিবির সঙ্গে বিপিসির চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ জ্বালানি তেল খালাসে সাগরে ভাসমান টার্মিনাল নির্মাণে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোর (সিপিপিবি) সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল বিপিসি ও সিপিপিবি’র মধ্যে নির্মাণ চুক্তি সই হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে জ্বালানি তেল পরিবহনে বড় রকমের পরিবর্তন হবে। বছরে অন্তত ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। বিপিসির পক্ষে পরিচালক (পরিকল্পনা) সাঈদ মোহম্মদ মোজাম্মেল হক এবং সিপিবির পক্ষে কোম্পানির চেয়ারম্যান জাও জু ইয়ান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। প্রকল্পটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৫৪২৬ কোটি টাকা।
×