ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে ব্র্যাক ব্যাংকে আগুন

প্রকাশিত: ০৯:০৭, ৯ ডিসেম্বর ২০১৬

গুলশানে ব্র্যাক ব্যাংকে আগুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ব্র্যাক ব্যাংক শাখায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে বৃহস্পতিবার সারাদিন ব্যাংকটির ওই শাখার কার্যক্রম বন্ধ ছিল। এতে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গেলে ওই এলাকার রাস্তা বন্ধ হয়। এতে তীব্র যানজটে মানুষের ভোগান্তি ছিল চরমে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর ৭-গুলশান এ্যাভিনিউয়ের ৩ নম্বর সড়কের ৫০ নম্বর সাত তলা ক্যাপটিয়া সাউথ এ্যাভিনিউ টাওয়ারের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, সকালে যথারীতি ব্যাংকের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে আচমকা বিকট শব্দে পুরো ফ্লোর অন্ধকার হয়ে যায়। আতঙ্কে যে যার মতো নিরাপদ জায়গায় চলে যেতে ছুটাছুটি করতে থাকেন। ব্যাংকসহ পুরো ভবনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
×