ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রোহিঙ্গা সমস্যার সমাধান করবে- আশা রওশনের

প্রকাশিত: ০৯:০২, ৯ ডিসেম্বর ২০১৬

মিয়ানমার সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায়  রোহিঙ্গা সমস্যার সমাধান করবে- আশা রওশনের

সংসদ রিপোর্টার ॥ মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতিসংঘ রোহিঙ্গা বিতাড়নের বিরুদ্ধে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের ওপর চাপ সৃষ্টি করছে না কেন? কেন চুপ করে আছে বিশ্বের পরাশক্তি, মহাশক্তিধর রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার রাতে দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনের বক্তৃতায় রওশন এরশাদ আরও বলেন, আমরা আশা করব আন্তর্জাতিক সম্প্রদায় সমস্যা সমাধানে কাজ করবে। মিয়ানমার গণতান্ত্রিক সরকার বিদ্যমান। সেদেশের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যার সমাধানের পদক্ষেপ নেবে এমনই আশা করছি। তিনি আরও বলেন, আমাদের কেউ কেউ মনে করেন, মানবিক কারণে তাদের এদেশের মাটিতে আশ্রয় দেয়া উচিত। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ বাঙালীর মতামত সম্পূর্ণ বিপরীত। আরও সমস্যা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ‘রোহিঙ্গার জন্য সীমান্ত খোলা রাখতে।’ রোহিঙ্গা ইস্যুটি মানবিক দিক বিবেচনার জন্যও আহ্বান জানান তিনি। হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলের নেতা বলেন, খুব স্বাভাবিকভাবেই বিমানের অদক্ষতার প্রমাণ হচ্ছে এটা। বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর আগামীতে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড়ানোর আগে কয়েক দফা যেন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
×