ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরির জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের ৫ কর্মকর্তার অবহেলা

প্রকাশিত: ০৮:৪০, ৯ ডিসেম্বর ২০১৬

রিজার্ভ চুরির জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের ৫ কর্মকর্তার অবহেলা

স্টাফ রিপোর্টার ॥ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তার অবহেলা ও অসতর্কতা দায়ী। চুরির ঘটনা তদন্তে সরকারের করা তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদন নিয়ে সংবাদমাধ্যমে এটিই ফরাসউদ্দিনের প্রথম মন্তব্য। রয়টার্সকে পাঁচ কর্মকর্তার কথা বললেও তিনি তাদের কারও নাম প্রকাশ করেননি। গত মে মাসে ওই তদন্ত কমিটি সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ফরাসউদ্দিন বলেন, এই ব্যক্তিরা নিম্ন থেকে মধ্যম সারির কর্মকর্তা। এই অপরাধের সঙ্গে তাদের সরাসরি কোন সংশ্লিষ্টতা না থাকলেও তারা অমনোযোগী, অসতর্ক ও পরোক্ষ সহযোগী ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছে, রিজার্ভ চুরির ঘটনায় এখন পর্যন্ত ব্যাংকের কোন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
×