ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গেজেট না হওয়ায় দুই সচিবকে আপীল বিভাগে তলব

প্রকাশিত: ০৮:১৬, ৯ ডিসেম্বর ২০১৬

গেজেট না হওয়ায় দুই সচিবকে আপীল বিভাগে তলব

স্টাফ রিপোর্টার ॥ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট না হওয়ায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আগামী সোমবার সকাল ৯টায় আদালতে হাজির করতে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন সর্বোচ্চ আদালত। সরকারের এই দুই সচিব হলেন আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আবু সালেহ শেখ মোহম্মদ জহিরুল হক ও একই মন্ত্রণালয়ের ড্রাফটিং ও পার্লামেন্টারি উইংয়ের মোহম্মদ শহিদুল হক। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের আট বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে আপীল বিভাগ বলেছে, আমরা বার বার সময় দিচ্ছি। কিন্তু আপনারা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করছেন না। আপনারা আবারও সময় চাচ্ছেন। আমরা সময় দিচ্ছি না। আপনি দুই সচিবকে সোমবার হাজির করবেন। আর বিধিমালার গেজেট জারি করে নিয়ে আসবেন। আদালত বলেছে, গেজেট প্রণয়নে বারবার সময় দেয়া সত্ত্বেও এখনও তা প্রকাশ করা হয়নি। এটা গ্রহণযোগ্য নয়। আদেশের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুই সপ্তাহ সময় চেয়েছিলাম। গেজেট বিষয়ের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতির কাছে গেছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
×