ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩০তম সমাবর্তন

কারিগরি শিক্ষায় আইইউটি বিশেষ অবদান রাখছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:১৪, ৯ ডিসেম্বর ২০১৬

 কারিগরি শিক্ষায়  আইইউটি বিশেষ অবদান রাখছে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তরিত করতে সরকার বদ্ধপরিকর। বাংলাদেশের কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ২০ শতাংশে উন্নীত করতে ওআইসি পরিচালিত ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশেষ অবদান রাখছে। আইইউটি ইসলামী উম্মার মধ্যে প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে। মন্ত্রী বৃহস্পতিবার গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় ওআইসির মহাসচিবের পক্ষে ওআইসির এ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল (বিজ্ঞান ও প্রযুক্তি) এ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান বক্তব্য রাখেন। সমাবর্তনে আইইউটির গবর্নিং বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাঈদ আল আলাম আল জাহরানী এবং আইউটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মুনাজ আহমেদ নূর প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে শিক্ষার্থীরা সমাবর্তন গাউন পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন।
×