ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার অসমাপ্ত বক্তব্য ১৫ ডিসেম্বর আদালতে উপস্থাপন

প্রকাশিত: ০৮:১৪, ৯ ডিসেম্বর ২০১৬

খালেদার অসমাপ্ত  বক্তব্য ১৫  ডিসেম্বর আদালতে উপস্থাপন

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনে নতুন তারিখ দিয়েছে আদালত। হাইকোর্টে খালেদার করা একটি আবেদন বিচারাধীন থাকার কারণ দেখিয়ে বৃহস্পতিবার খালেদার পক্ষে সময়ের আবেদন করা হয়। খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি নিয়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার ১৫ ডিসেম্বর নতুন দিন ঠিক করে দেন। বিচারক ওইদিন সাফাই সাক্ষীর তালিকাও দিতে বলেছেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড স্থাপিত অস্থায়ী এজলাসে মামলাটির বিচার চলছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৮ মিনিটে আদালতে উপস্থিত হন খালেদা। এ সময় বেগম খালেদা জিয়ার আইনজীবীরা অসমাপ্ত বক্তব্য মুলতবি রাখার জন্য সময়ের আবেদন জানান। আদালত প্রথমবার সময়ের আবেদন নামঞ্জুর করে। পরে আবার পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সময়ের আবেদনে বলা হয়, গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার চ্যারিটেবল ট্রাস্ট মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে আবার নেয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। কিন্তু শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয়া হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে মঙ্গলবার খালেদা জিয়া হাইকোর্টে একটি রিভিশন আবেদন করেন। তা শুনানির অপেক্ষায় রয়েছে। তাই আমরা খালেদা জিয়ার পক্ষে মামলাটি আত্মপক্ষের সমর্থনের অসমাপ্ত বক্তব্য মুলতবি রাখার জন্য সময়ের আবেদন দাখিল করেছি। আবেদন দাখিলের পর তা নামঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য বেগম খালেদা জিয়াকে নির্দেশ দেয় আদালত। পরে পুনর্বিবেচনার জন্য আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে আগামী ১৫ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনের পরবর্তী দিন ধার্য করে।
×