ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৫৯, ৯ ডিসেম্বর ২০১৬

ঝলক

১২ লাখ লোককে দাওয়াত! এটি রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা ধাঁচের কোন নাটকের কাহিনী নয়। পুরোপুরি সত্য। এবার মেক্সিকোর এক বাবা তার মেয়ের জন্মদিনে পাক্কা ১২ লাখ লোককে দাওয়াত দিয়েছেন। মেক্সিকোয় মেয়ের ১৫তম জন্মদিন মহাধূমধামে পালনের রেওয়াজ দীর্ঘদিনের। খবর হলো ক্রেসেনসিও ইবারা ও আনেলদা গার্সিয়া দম্পতি তাদের একমাত্র মেয়ে রুবির জন্মদিনে প্রতিবেশীদের তাক লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। এ জন্য জন্মদিনের কার্ড তারা নিকটাত্মীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে পোস্ট করেন। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। তাদের আত্মীয়রা এই কার্ড একে অন্যকে পোস্ট করতে থাকে। পরে এটি ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে পুরো মেক্সিকোয় ছড়িয়ে পড়ে। এভাবে অন্তত ১২ লাখ লোক এই জন্মদিনের পার্টিতে যোগ দেয়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু ধনকুবের বাবা ক্রেসেনসিও ইবারা দমার পাত্র নন। তিনি সবাইকে দাওয়াত করেন। পার্টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় থানার সাহায্য চান। থানা কর্তৃপক্ষ রাজি হয়। ক্রেসেনসিও ইবারা বিনয়ের সঙ্গে জানান, আপনারা আমার মেয়ের জন্মদিনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছেন শুনে আমি খুশি। আমি নানা পদের খাবারের পাশাপাশি আপনাদের জন্য ঘোড়দৌড়ের ব্যবস্থা করেছি। এক চিঠিতে ক্রেসেনসিও ইবারা ও আনেলদা গার্সিয়া দম্পতি জানান, ‘হ্যালো, আপনারা কেমন আছেন? আগামী ২৬ ডিসেম্বর আমার মেয়ে রুবি ইবারা গার্সিয়ার ১৫তম জন্মদিনে আপনারা আমন্ত্রিত’। পাশে তিনজনের একটি হাস্যোজ্জ¦ল ছবি পোস্ট করা হয়। এখানে দেখা যায় একটি ফিনফিনে পোশাক পরে রুবি হাঁসছে। আর তার দুই পাশে বাবা-মা। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে ক্রেসেনসিও ইবারা বলেন, রুবি আমার মেয়ে। ও (রুবি) আমার কাছে রানীর মতো। রুবি আমার জীবনের সবেচেয়ে বড় সম্পদ। এখানেই থেমে থাকেনি এই বাবা। তিনি নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমার মেয়ের জন্মদিনের পার্টিতে যাতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত মেক্সিকানরা যোগ দিতে পারে আপনারা ব্যবস্থা করুন।-ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে। দুধ থেকে জামা! আমরা এতদিন জানতাম দুধ থেকে ছানা, সন্দেশ ও পনির হয়। কিন্তু দুধ থেকে কি কাপড় হয়? এই কথা এতদিন শোনা যায়নি। কিন্তু এবার বাস্তবে ঘটেছে এই ঘটনা। হলিউডের প্রখ্যাত পোশাক ডিজাইনার আঙ্কে ডোমাঙ্কে এবার এই অসাধ্য সাধন করেছেন। দুধের ল্যাক্টোপ্রোটিন থেকে প্রথমে ফাইবার, এই ফাইবার থেকে সুতো তারপর এই সুতো দিয়ে কাপড় তৈরি করেছেন। এখানেই থেমে থাকেননি। এই কাপড় দিয়ে পোশাক বানিয়ে তিনি হলিউডের নামজাদা সব তারকাদের পরিয়ে ফটোসেশন করেছেন। রেশমী কাপড়ের মতো পাতলা ও নরম এস ড্রেস পরে এসব তারাকা আঙ্কে ডোমাঙ্কেকে বাহবা দিয়েছেন। মাইক্রোবায়োলজিস্ট ও ডিজাইনার আঙ্কে ডোমাঙ্কে বলেছেন, এই কাপড়ে মোটেও দুধের গন্ধ নেই। এই কাপড় অত্যন্ত আরামদায়ক ও মসৃণ। তবে এই প্রযুক্তি নিয়ে আরও গবেষণা দরকার বলে মত দেন তিনি।-ডয়েচেভেলে অবলম্বনে।
×