ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২২-২৭ ডিসেম্বর ডিজিটাল আইসিটি ফেয়ার

প্রকাশিত: ০৪:৩৫, ৯ ডিসেম্বর ২০১৬

২২-২৭ ডিসেম্বর ডিজিটাল আইসিটি ফেয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর এলিফ্যান্ট রোডে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট (মাল্টিপ্ল্যান) কম্পিউটার সিটি সেন্টারে আগামী ২২-২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৬-উইন্টার’ শীর্ষক তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির আয়োজনে ৬ দিনব্যাপী এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে প্রযুক্তি পণ্যের ওপর বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি। আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আরও বেশি উৎসাহিত করে তোলা এবং তাদের সামনে তথ্যপ্রযুক্তির আধুনিক সব পণ্যকে পরিচয় করিয়ে দেয়াই এ মেলার লক্ষ্য। তথ্যপ্রযুক্তির বিকাশ, সহজলভ্যতা ও কার্যকর ব্যবহার মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। আর উন্নত ও গতিশীলতায় আইসিটি হচ্ছে মূল হাতিয়ার। প্রতিবারের ন্যায় এবারের মেলায়ও বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের ওপর। শিক্ষার্থীদের মেলায় প্রবেশ ফ্রি করা হয়েছে। লেখা ছাড়াই আসবে এবার সার্চ রেজাল্ট ভাবছেন যদি কিছু নাই লিখি তাহলে সার্চ হবে কি করে? আসলে, এবার সেটাই হবে। কোন কিছু লেখা ছাড়াই সামনে চলে আসবে আপনার কাক্সিক্ষত সার্চ রেজাল্ট। আর সেটা হবে ইমোজির মাধ্যমে। এতদনি আমরা শুধু চ্যাট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশের জন্য ইমোজির ব্যবহার করে এসেছি। এবার এর ব্যবহার হবে সার্চের বেলায়, প্রয়োজনীয় তথ্য খুঁজতে। ফলে ইন্টারনেট প্রিয় মানুষ হয়ে যাবে আরও একটু অলস এমনও মন্তব্য করা হচ্ছে। তবে এর ব্যবহার কিন্তু প্রথাগত গুগল সার্চে নয় বরং টুইটারে শুরু হচ্ছে, গত মঙ্গলবার এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে গুগল। তবে টুইটারে গুগলের এই সেবা পেতে আপনাকে গুগলের লোকেশন সার্ভিসটি অবশ্যই সক্রিয় করে নিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার ময়মনসিংহের চরে ভেজাল টমেটো বীজ ময়মনসিংহ সদরের চরাঞ্চলে এগ্রো কনসার্ন লিমিটেডের ‘কনক’ এবং ঢাকা সিড কোম্পানির ‘রাজা ওয়ান’ হাইব্রিড টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। হৃষ্টপুষ্ট বড় বড় টমেটোর গাছ হলেও ফলন নেই। বীজ বিক্রেতারা বলছেন, কোম্পানির লোকজনকে বিষয়টি জানানো হলেও তারা এলাকায় আসছেন না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান, জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। কৃষকদের অভিযোগ ভেজাল বীজের কারণে সময় পেরিয়ে গেলেও হৃষ্টপুষ্ট চোখজুড়ানো টমেটোর গাছে ফল আসছে না। ফলন না থাকায় দিশেহারা ঋণের জালে আবদ্ধ একমাত্র টমেটো ফসলনির্ভর চাষীরা। বীজ বিক্রেতারা বলছেন, ভেজাল বীজ বিক্রি করে বিপদে পড়েছেন তারাও। বিষয়টি কোম্পানির লোকজনকে জানানো হলেও তারা এখন আর এলাকায় আসছেন না। -অর্থনৈতিক রিপোর্টার
×