ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থমন্ত্রীর প্রত্যাশা পূরণ

টিআইএন রেজিস্ট্রেশন ২৫ লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:৩৪, ৯ ডিসেম্বর ২০১৬

টিআইএন রেজিস্ট্রেশন ২৫ লাখ ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত ২৫ লাখ করদাতা সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি অর্থমন্ত্রীর প্রত্যাশা পূরণ করে ইতোমধ্যে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) রেজিস্ট্রেশন ২৫ লাখ ছাড়িয়েছে। এনবিআরের সর্বশেষ তথ্যানুসারে টিআইএনধারীর সংখ্যা বর্তমানে ২৫ লাখ ২ হাজার ৮০৬। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর টিআইএনধারী করদাতা হলো ২৪ লাখ ৭ হাজার ৭৭৬ জন, কোম্পানি করদাতার সংখ্যা ৫৩ হাজার ৭২৬, ফার্ম ১৭ হাজার ২৯ এবং অন্যান্য ক্যাটাগরির করদাতা ১৪ হাজার ৫৫। এ বিষয়ে এনবিআরের সদস্য (কর ও সেবা ব্যবস্থাপনা) কালিপদ হালদার বলেন, ই-টিআইএন রেজিস্ট্রেশনে করদাতাদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গেছে। ২৫ লাখের বেশি করদাতা সংগ্রহ করতে পেরেছি, যা এনবিআরের জন্য বড় ধরনের সাফল্য। এনবিআর ২০১৮-১৯ সালের মধ্যে করদাতার সংখ্যা ৩০ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। যদিও এনবিআর চেয়ারম্যান আশা করছেন চলতি কর বছর শেষে করদাতা প্রায় ৩০ লাখ হয়ে যাবে। যেখানে চলতি অর্থ-বছরের আগস্ট মাস পর্যন্ত ই-টিআইএনধারীর সংখ্যা ছিল ২১ লাখ ১৩ হাজার। ২০১৩ সালের জুলাইয়ে ই-টিআইএন রেজিস্ট্রেশন শুরু করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, করদাতার সংখ্যা ২৫ লাখ হয়ে গেছে। দেশের মানুষ আগ্রহের সঙ্গে এগিয়ে আসছেন। আমি আমার সহকর্মীদের বলেছি, করবান্ধব পরিবেশ অব্যাহত রাখার জন্য। তিনি আরও বলেন, আশা করছি ২০১৬-২০১৭ অর্থবছর শেষে করদাতার সংখ্যা ৩০ লাখের কাছাকাছি হবে। এর সঙ্গে আপনাদের (মিডিয়া) সহযোগিতা দরকার। এর আগে আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, করদাতার সংখ্যা পূর্বের তুলনায় বেড়েছে। আশা করছি চলতি অর্থবছর শেষে তা ১৮ লাখ ছাড়িয়ে ২০ লাখ হবে, যা ২৫ লাখের কাছাকাছি হতেও পারে। এদিকে চলতি ২০১৬-১৭ করবর্ষে নবেম্বর পর্যন্ত পাঁচ মাসে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছে। যার মাধ্যমে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা আয়কর আদায় হয়েছে, যা গত ২০১৫-১৬ অর্থবছরের এই সময়ের তুলনায় আয়কর রিটার্নে ৪০ দশমিক ৩৪ শতাংশ ও আয়কর আদায়ে ২০৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যদিও এখনও অনেক করদাতা রিটার্ন দাখিল করেননি।
×