ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩১, ৯ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

জাতীয়করণ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ ডিসেম্বর ॥ চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ জাতীয়করণ তালিকায় পুনঃঅন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ওই কলেজের ছাত্রীরা। ৩১ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর টাউন হলের একটি হল রুমে ‘চান্দিনা মহিলা ডিগ্রী কলেজ সরকারীকরণ দাবি বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে ওই কলেজের ছাত্রী পলী রানী দাস জানান, এর আগে চান্দিনা মহিলা ডিগ্রী কলেজটি সরকার জাতীয়করণের তালিকাভুক্ত করে কার্যক্রম শুরু করেছিল। কিন্তু একটি মহলের কারসাজিতে এ কলেজটির নাম তালিকা থেকে বাদ দিয়ে চান্দিনা উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের এবং ভৌত অবকাঠামো, শিক্ষার্থী সংখ্যা ও ফলাফল সন্তোষজনক নয়Ñ এমন একটি কলেজের নাম তালিকাভুক্ত করা হয়। এর প্রতিবাদে ক্লাস বর্জন করে চান্দিনা মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীরা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। আন্দোলন চলাকালে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩৫ জন ছাত্রী আহত হন। বর্তমানে কলেজটিতে সাড়ে ৩ হাজার ছাত্রী অধ্যয়ন করছে। কালকিনিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা কালকিনি থেকে জানান, মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ আবুল হোসেন কলেজ জাতীয়করণের দাবিতে এবার কলেজ ক্যাম্পাসে কালোব্যাচ পরিধান করে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচী পালন করা হয়। তাদের এ দাবি মেনে না নেয়া পর্যন্ত আগামীতে আরও কঠোর কর্মসূচীর ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক, শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, শিক্ষক ইয়াকুব খান শিশির, শিক্ষক বশির আহম্মেদ, কাজী কামরুজ্জামান, আবুআলম, জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পলাশ হোসেন, ছাত্র শাহিন ফকির, সোহাগ ও শাহাজালাল প্রমুখ। লিখন হত্যার দ্রুত বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ ডিসেম্বর ॥ সাদুল্যাপুর উপজেলার ইউসুবপুর জগতবারের মোজাম্মেল হক সরকারের ছেলে সাজেদুল করিম লিখনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার পরিবার। বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহত লিখনের পিতা মোজাম্মেল হক সরকার উল্লেখ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল লতিফ, মাহবুব, আব্দুস সামাদ, মোঃ আজাদ, মিনি বেগম, রুনি বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। এ নিয়ে আদালতে দুটি মামলাও বিচারাধীন রয়েছে। এর জের ধরেই গত ২৫ নবেম্বর নিজ বাড়ির গেটের সামনে বালু রাখাকে কেন্দ্র করে উক্ত সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় মোজাম্মেল হক সরকারের বাড়িতে হামলা করে। এ সময় সাজেদুল করিম লিখন বাধা দিলে সন্ত্রাসী মাহবুবের নির্দেশে সহযোগী সন্ত্রাসীরা তাকে বেধরক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে আহত অবস্থায় প্রথমে সাদুল্যাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রাজশাহীতে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে পৃথক অগ্নিকা-ে একটি প্রসাধনী কোম্পানির গুদাম ও একটি বাসাবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে ও বুধবার গভীর রাতে পৃথক এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে নগরীর তেরখাদিয়া এলাকার সাীমা বেগমের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। রান্নার চুলা থেকে সকালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জানা গেছে, সীমা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। ভোরে তার সেমিপাকা বাড়ি তালা মেরে কাজে যান। এ সময় রান্নার চুলা থেকে তার বাড়িতে আগুন লাগে। প্রাথমিক পর্যায়ে কেউ বুঝতে না পারায় আগুন গোটা বাড়ি ছড়িয়ে পড়ে। বুুধবার রাতে নগরীর সপুরা বিসিক শিল্প এলাকায় জিএম প্রসাধনী কেমিক্যাল ওয়ার্কার্স নামক একটি কোম্পানির গুদামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জাতীয় শিশু দিবস উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত সাহিত্য-সাংস্কৃতিক ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কু-ু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাকিবুর রহমান শরীফ কনক। সাংবাদিক আব্দুল বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বক্তব্য দেন, সাংবাদিক হাসানুজ্জামান ও এসএম ফজলুর রহমান। চাকরি স্থায়ীকরণ দাবি নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৮ ডিসেম্বর ॥ বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে খনির বাইরে বৃহস্পতিবার বেলা ১১টায় খনি শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ওয়াজেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন। তারা বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত এক্সএমসি ও সিএমসি ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিসিএমসিএল (বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড) এর আউট সোসিং শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে বলেন, পরপর ৫ বার আবেদন করেও কর্তৃপক্ষ সাড়া দেয়নি। অথচ আমরাই খনির ভূগর্ভে জীবনের ঝুঁকি নিয়ে কয়লা উত্তোলন করি। এত ঝুঁকি ও পরিশ্রম করে যে নগন্য মজুরি দেয়া হয় তাতে সংসার চলে না। আমরা মানবেতর জীবনযাপন করছি। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ ডিসেম্বর দুপুর দেড়টা হতে সারফেস ও আন্ডারগ্রাউন্ড শ্রমিকরা স্ব স্ব স্থান থেকে লাগাতার কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেয়া হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক উপস্থিত ছিলেন। দুদকের মামলায় মুক্তিযোদ্ধা কমান্ডারের জামিন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুদকের দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বৃহস্পতিবার দুপুরে জেলা জজকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারক সাইফুল ইসলাম তার করা জামিন আবেদন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। ৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় গত ১৬ নবেম্বর রাতে নগরীর মির্জাজাঙ্গাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন মুখ্য মহানগর হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত বিচারক সাইফুজ্জামান হিরো তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অস্ত্র লুট মামলার আসামির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ ডিসেম্বর ॥ জেলা কারাগারে আজিজুল (৬৮) নামে সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট মামলার আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কারা কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়ির অস্ত্র লুটের বিচারাধীন মামলার আসামি আজিজুল বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। এ বিষয়ে সদর হাসপাতালের আর এম ও আবুল কালাম আজাদ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আজিজুলের মৃত্যু হয়েছে। নিহত আজিজুলকে চলতি বছরের ১৩ নবেম্বর সিংড়া থানা পুলিশ আটক করে ও ১৪ নবেম্বর নাটোর কারাগারে স্থানান্তরিত করা হয়। হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ৮ ডিসেম্বর ॥ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক রকিবুল ইসলাম ফরিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেটের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেনÑ সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আজহারুল ইসলাম আজহার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সাবেক পৌর কমিশনার মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা মর্তুজ আলী, বিআরডিবির সাবেক সভাপতি স্বপন, ইউসুব আলী চকদার প্রমুখ। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উল্লেখ্য, রকিবুল ইসলাম ফরিদ গত ৬ ডিসেম্বর রাতে খুন হন। বিনামূল্যে বীজ বিতরণ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষণীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ১০০ কৃষাণীদের মাঝে ধান বীজ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টিগ্রেটিং জেন্ডার এ্যান্ড নিউট্রিশন উইদইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস’র পরিচালক এ্যান্ড্রি বি. ঊন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকল্পটির প্রধান গবেষক অধ্যাপক ড. লুৎফুল হাসান।
×