ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৭৫ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা

প্রকাশিত: ০৪:২৯, ৯ ডিসেম্বর ২০১৬

৭৫ বছর বয়সেও জোটেনি বয়স্ক ভাতা

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ ক্রমেই শীত জেঁকে বসছে। শীতে কাঁপছে ৭৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী ময়না। ৭৫ বছর বয়সেও তার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কার্ড। এমনকি তার ভোটার আইডি কার্ডও হয়নি। তার থাকার নির্দিষ্ট কোন জায়গা বা বাড়িঘর নেই। বুদ্ধিপ্রতিবন্ধী ময়না দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নওগাঁর মহাদেবপুর উপজেলার (চৌমাশিয়া) নওহাটা মোড় বাসস্ট্যান্ডেই সারাদিন ঘোরাফেরা করেন। রাতে কোথায় থাকেন কেউ তা না বলতে পারলেও কাকডাকা ভোরে হাজির হন নওহাটা বাজারে। এসব জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। ময়না সারাদিন বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করলেও কোন বাসযাত্রী বা জনসাধারণের কাছ থেকে টাকা-পয়সা ভিক্ষা চেয়ে নেন না। সারাদিন হাসিখুশি মুখে চলাফেরা করায় স্থানীয় ব্যবসায়ীসহ বিশেষ করে বাসের স্টাফদের সঙ্গে তার গড়ে উঠেছে এক ধরনের সখ্য। বাসের স্টাফ ও পরিচিতরা যে টাকা-পয়সা তার হাতে দেয় সে টাকা দিয়েই তিনি খাবার কিনে খান আর ঘুড়ে বেড়ান। এ ব্যাপারে অস্পষ্ট ভাষায় অনেক কাহিনী বলার সময় দু’চোখ বেয়ে পানি ঝরছিল ময়নার। ভাঙ্গা ভাঙ্গা কথায় ময়না বলছিলেন, একটা শীতের কাপড় কেউ দিলে তা দিয়ে শীত নিবারণ করতে পারবেন। সফটওয়্যার হ্যাকড ॥ আটক কর্মকর্তা চার দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে গ্রামীণফোন ডিলারের সফটওয়্যার হ্যাকিং করে এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭শ’ ৯৯ টাকা আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলায় বিচারক এক জনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক তার আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদের আবেদনে গ্রেফতারকৃত আসামি রাফায়েতুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আদেশ প্রদান করেন। দিনাজপুর পুলিশ কোর্ট পরিদর্শক হোসেন সোহরওয়ার্দী জানান, এই চাঞ্চল্যকর মামলার গ্রেফতারকৃত আসামি মেসার্স মৌলভী ব্রাদার্স গ্রামীণফোন লিমিটেডের লগ ইনচার্জ কাম-হিসাবরক্ষক রাফায়েতুল ইসলামকে ডিবি পুলিশ বুধবার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করেন। বিচারক বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। মামলার অভিযোগে প্রকাশ, গত ৬ ডিসেম্বর দিনাজপুরের চাউলিয়াপট্টি মহল্লার আবুজারের ছেলে শামীম কবির বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩ জনকে আসামি করে তার প্রতিষ্ঠানের ১ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭শ’ ৯৯ টাকা ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার সফটওয়্যারে হ্যাকিংয়ের মাধ্যমে আত্মসাতের অভিযোগ করেন।
×