ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌতুক ॥ রায়পুরায় স্ত্রীকে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৪:২৯, ৯ ডিসেম্বর ২০১৬

যৌতুক ॥ রায়পুরায় স্ত্রীকে কুপিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ৮ ডিসেম্বর ॥ যৌতুক না দেয়ায় স্ত্রী পাপিয়াকে কুপিয়ে খুন করেছে পাষ- স্বামী নজরুল ইসলাম। রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামে বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের ইদ্রিছ আলীর পুত্র নজরুল পার্শ্ববর্তী হাইরমারা গ্রামের সৌদিপ্রবাসী কুদ্দুছ মিয়ার কন্যা পাপিয়াকে দুই বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল নজরুল। চলতি বছরের প্রথমদিকে তাকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেয়া হলে নজরুল ও তার পরিবারের লোকজন চুপচাপ থাকে। এরই মধ্যে তাদের এক পুত্রসন্তান জন্মগ্রহণ করে। তার বয়স ৭ মাস। নিহতের চাচা নুরুজ্জামান জানান, কয়েক মাস যাবত নজরুল পুনরায় যৌতুক দাবি করে পাপিয়াকে মারধর করত। ঘটনার দিন বুধবার রাত সাড়ে ১২টায় নজরুলের চাচা শহীদ মিয়া মোবাইল ফোনে নিহত পাপিয়ার চাচা নুরুজ্জামানকে জানান, যৌতুকের জন্য নজরুল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে গেছে। যশোরে শ্রমিক ও দোকানি স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, চৌগাছায় হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক। পুলিশ বলছে, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলার কড়াইতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী হাসিনা বেগম এবং ভাই মোজাম আলী জানান, বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে রোস্তমপুর খানকা শরীফে অনুষ্ঠিত একটি ধর্মীয় সভায় অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার দুপুরে তারা জানতে পারেন, কড়াইতলা এলাকায় একটি মেহগনি বাগানের মধ্যে তার লাশ পড়ে রয়েছে। অপরদিকে অভয়নগরে বুধবার রাতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আব্দুর রহমান (৫৪)। বাড়ি উপজেলার বুইকারা গ্রামে। তার পিতার তোফাজ্জেল হোসেন। পুলিশ জানায়, তার একটি মুদি দোকান আছে। বুধবার রাতে দোকান বন্ধ করে সে বাড়ি ফিরছিল। পথে রমিছা বেগমের বাড়িতে গিয়ে উনুনের পাশে বসে আগুন পোহায়। ওই সময় রমিছা বেগমের বাড়িতে কেউ ছিল না। তারা পাশের বাড়িতে টিভি দেখছিল। রংপুরে পত্রিকা বিক্রেতা নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুর মহানগরের বাহারকাছনা জুম্মাটারী এলাকায় বুধবার রাতে আসাদুজ্জামান বাবু (৩২) নামে এক পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রসীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদ জানান, বাহারকাছনা জুম্মাটারী এলাকার মনির হোসেনের ছেলে আসাদুজ্জামান বাবু গত বুধবার বিকেলে তার জমির ধান কাটতে গিয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতে বাবুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী স্টাফ রিপোর্টার রাজশাহী, থেকে জানান, নিখোঁজের দুই দিন পর রাজশাহী নগরীর চ-িপুর এলাকা থেকে অ্যানি খাতুন (১২) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অ্যানি ওই এলাকার রতন আলীর মেয়ে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, দুই দিন ধরে নিখোঁজ ছিল ওই মানসিক প্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা চ-িপুর এলাকার একটি খেলার মাঠের কোণে জঙ্গলের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দেয়া হয়।
×