ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপরাধী আটকে সরকার শতভাগ সফল ॥ চুমকি

প্রকাশিত: ০৪:২৬, ৯ ডিসেম্বর ২০১৬

অপরাধী আটকে সরকার শতভাগ সফল ॥ চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিচ্ছে। অপরাধীকে আটকের ক্ষেত্রে সরকার প্রায় শতভাগ সফল। কিন্তু নির্যাতন বন্ধ করা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের মানসিকতা পরিবর্তন করতে হবে। তিনি বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে সমাবেশে ও সাইকেল র‌্যালির উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহও এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোন শিশুর বিবাহ বরদাস্ত করা হবে না। বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম এ্যাডভোকেট, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ। -বিজ্ঞপ্তি আরপিজিসিএলের মোবাইল কোর্ট সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ অনুমোদনকারী কর্তৃপক্ষ ‘রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল)’ উদ্যোগে মঙ্গলবার গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিএনজি ফিলিং স্টেশনসমূহের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সিএনজি ফিলিং স্টেশন হতে অননুমোদিত উপায়ে ভ্যানগাড়ি, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহনে সংযোজিত সিলিন্ডারে সিএনজি বিক্রয়ের অপরাধে ৩টি সিএনজি ফিলিং স্টেশনকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স এম এইচ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার কামাল হোসেন ও মেসার্স রিয়াজ এ্যান্ড কোং সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মাসুদকে ৫০ হাজার টাকা করে এবং আরফান সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার সোহেলকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। -বিজ্ঞপ্তি অপহরণ ॥ আওয়ামী লীগ নেতাকে উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরী থেকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণের ৮ ঘণ্টা পর জেলার পবা উপজেলার দারুসা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে তাকে ফেলে দেয়া হয় বলে জানান কামরুল ইসলাম। তবে তিনি অপহরণকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি। বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর শিরোইল কলোনি বড় মসজিদের পাশে নিজের দোকান থেকে কামরুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়।
×