ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোবে না ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:২৫, ৯ ডিসেম্বর ২০১৬

কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোবে না ॥ ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, কারিগরি ও প্রকৌশল শিক্ষার বিস্তার ও গবেষণার মানোন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ইলেকট্রিক্যাল, কম্পিউটার এ্যান্ড টেলিকমিউনিকেশন’ বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং টেলিকমিউনিকেশনের প্রসার ও উন্নতির জোয়ারে পুরো বিশ্ব এখন ভাসছে। বাংলাদেশের আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নের স্বার্থে এ জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করতে হবে। রুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, চীনের তিয়াংজিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জিনান উন জিন, চীনের হুয়াংজন ইউনির্ভাসিট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. ইউ জু, অস্ট্রেলিয়ার সারটিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ আবু সাঈদা, আইইবি’র অনারারি সেক্রেটারি প্রকৌশলী আব্দুস সোহেল বক্তব্য রাখেন। কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলনের নির্দেশ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার গৃহবধূ হামিদা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর তড়িগড়ি দাফন সম্পন্ন করার অভিযোগ এনে স্বামীসহ তিনজনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযোগে আদালত কবর থেকে হামিদা আক্তারের লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেছে। নারায়ণগঞ্জ জুডিসিয়াল মুন্সিখানা সহকারী কমিশনার তাহমিনা তারিনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের বরাবর পাঠানো হয়েছে। বৃত্তি ও গুণীজন সম্মাননা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর পৌরসভার ২০১৫ সালের পৌর জুনিয়র ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পৌর এলাকার ৭ গুণী ব্যক্তিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বৃহস্পতিবার সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার ২০১৫ সালের পৌর জুনিয়র, প্রাথমিক ও কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ ও সৈয়দপুর পৌরসভা এলাকার ৭ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সভাপতিত্ব করেন। জঙ্গী রোধে নারী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ ডিসেম্বর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগসমূহের ব্র্যান্ডিং বর্তমান সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা ও সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক লক্ষ্মীপুরে নারী/ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য বিভাগের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারী মহিলা ডিগ্রী কলেজ সেমিনার কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, উপাধ্যক্ষ রফিকুল আমিন, সহকারী পুলিশ সুপার শাহ নেওয়াজ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, সহকারী অধ্যাপক ইউছুফ প্রমুখ।
×