ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪৫ বছর পর মিলল স্বীকৃতি

বীরাঙ্গনা ছাপাতন পেলেন সরকারী সহায়তা

প্রকাশিত: ০৪:১৯, ৯ ডিসেম্বর ২০১৬

বীরাঙ্গনা ছাপাতন পেলেন সরকারী সহায়তা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৮ ডিসেম্বর ॥ ৭১’র মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা ছাপাতন বেওয়া স্বাধীনতার ৪৫ বছর পর তার স্বীকৃতি পেলেন। জেলা প্রশাসক আব্দুস সামাদ সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে তাকে একটি গাভী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। ছাপাতন বেওয়া সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। ছাপাতন বেওয়া জানান, ৭১’এ তার এক মাস বয়সের ছেলেকে কোল থেকে কেড়ে নিয়ে পাশবিক নির্যাতন চালায় নরপশুরা। এই মর্মান্তিক ঘটনা বুকে লালন করেই এতদিন তিনি স্বামীর ঘরসংসার করে যাচ্ছেন। ৭২ বছরের এই বৃদ্ধ বয়সে তাকে এই সম্মান দেয়ায় ছাপাতন বেওয়া কান্নায় ভেঙ্গে পড়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক আব্দুস সামাদের দীর্ঘায়ু কামনা এবং তাদের জন্য দোয়া করেন। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, সাদুল্যাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার তারা প্রমুখ। টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে দুইজন নিহত ॥ আটক ২ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৮ ডিসেম্বর ॥ নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে ছোট ভাইয়ের স্ত্রী মাজেদা বেগম সাজু (২৫) ও বড় ভাই হযরত আলী (৬০) খুনের ঘটনায় নাগরপুর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। বুধবার রাতে নিহত মাজেদা বেগমের মেয়ে ছালেহা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। অপর হত্যা মামলাটি করেন নিহত হযরত আলীর স্ত্রী আয়শা সিদ্দিকা। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই পক্ষের দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল সদর থানার পারগুহলী পূর্বপাড়া গ্রামের আলিম উদ্দিন ম-লের ছেলে ও নিহত মাজেদা বেগমের মেয়ের জামাতা রমেশ আলী (৩৫) ও একই থানার বড় বেলতা গ্রামের চান উদ্দিন ম-লের ছেলে ও নিহত হযরত আলীর সমুন্দি ইব্রাহিম মিয়া (৫৮)। এদিকে পাল্টাপাল্টি খুনের ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোরেলগঞ্জে আহত ৩০ স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নিশানবাড়িয়া ইউনিয়নের কেয়ারের বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মাঝে পড়ে স্থানীয় ৩ নারীসহ কমিউনিটি পুলিশের ১২ সদস্যও আহত হয়েছেন। তারা এ সময় বাগেরহাটে কমিউনিটি পুলিশের সমাবেশে যোগদানের জন্য যাচ্ছিলেন। সংঘর্ষের সময় হোটেল, দোকান ঘর, অফিস ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×