ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিয়ে পারাপার

কাঠগড়ী নদীর সেতু যেন মরণফাঁদ

প্রকাশিত: ০৪:১৯, ৯ ডিসেম্বর ২০১৬

কাঠগড়ী নদীর সেতু যেন মরণফাঁদ

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ৮ ডিসেম্বর ॥ রংপুরের বদরগঞ্জ-মিঠাপুকুর উপজেলার সীমান্তে কাঠগড়ী নদীর সেতু মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুরনো ব্রিজটি সংস্কারের অভাবে পিলারগুলো ফেটে গেছে। উপজেলার রোস্তমাবাদ কাঠগড়ি নদীর ওই সেতুর ওপর দিয়ে প্রতিদিন যানবাহনসহ হাজার হাজার মানুষ চলাচল করছে। এ অবস্থায় যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ব্রিজের দুই পাড়ে রয়েছে কয়েকটি বিদ্যালয়। দুই উপজেলার শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার লোকজন ওই কাঠগড়ী সেতু দিয়ে যাতায়াত করেন। যে কোন সময় সেতুটি ভেঙ্গে যেতে পারে অথচ এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। এছাড়াও ওই সেতু দিয়ে চলতি আখ মৌসুমে শ্যামপুর সুগারমিলে আখ পরিবহনের ভারি যানবহনসহ বিভিন্ন ইটভাঁটিতে ট্রাক্টর দিয়ে মাটি নেয়ার কারণে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে। বুধবার সরেজমিন দেখা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নের রোস্তমাবাদ-শ্যামপুর ও পদাগঞ্জ সড়কের কাঠগড়ী নদীর ওপর ব্রিটিশ আমলে বছিরন মাই নামে এক প্রতাপশালী নারী লোকজনের চলাচলের সুবিধার জন্য ওই সেতু নির্মাণ করেন। ইট দিয়ে তৈরি ওই সেতুই বদরগঞ্জ ও মিঠাপুকুরের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে। যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী সেতুটির ব্যাপক ক্ষতি করে। মুক্তিযুদ্ধের পরবর্তী সময় মেরামতের পর সেতুটি কোনরকমে দাঁড়িয়ে থাকলেও এখন সেটি বয়সের ভারে পুরোপুরি ধংস হতে চলেছে। এখন পিলাগুলোর অর্ধেকেরও বেশি অংশ ধসে পড়েছে। বিমগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে সংযোগ অংশে অসংখ্য ফাঁটলের সৃষ্টি হয়েছে। এদিকে সেতুর ওপর দিয়ে বদরগঞ্জ, পদাগঞ্জ, গোপালগঞ্জ ও শ্যামপুরহাট এলাকায় ইঞ্জিন ট্রাক্টর ব্যাটারিচালিত অটোভ্যান, রিক্সাভ্যান শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ চলাচল করে। নকল নবিসদের আন্দোলন ॥ ভোগান্তি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে গত চারদিন ধরে জেলা সদরসহ প্রতিটি উপজেলায় এক্সট্রা মোহরারদের (নকল নবিস) অনির্দিষ্টকালের চলমান কর্মবিরতি, কলম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে জমির দলিল পর্চার নকলসহ প্রয়োজনীয় সরকারী কাগজপত্রের নকল কপি উত্তোলন কার্যক্রম। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গত চারদিন ধরে নানা ভোগান্তির শিকার সাধারণ লোকজন আন্দোলনকারীদের দাবিকে মেনে নিয়ে সাধারণ জনগণের ভোগান্তির অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। সূত্রমতে, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদফতরের (নকল নবিস) এক্সট্রা মোহরারদের স্কেলভুক্ত করার দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঘোষিত চাকরি স্থায়ী করনের এক দাফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ্যাসোসিয়েশনের গৌরনদী শাখার উদ্যোগে গত ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি, কলম বিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় চত্ব¡রে নকল নবিসদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এ্যাসোসিয়েশনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি রুমানা খানম সভাপতিত্ব করেন।
×