ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা বহাল

প্রকাশিত: ০৪:১৮, ৯ ডিসেম্বর ২০১৬

১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা বহাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা ক্লাব, ধানম-ি ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের প্রধান কয়েকটি শহরের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপীল বিভাগ। একইসঙ্গে ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে আগামী রবিবারের মধ্যে লিভ টু আপীল করতে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মেহেদী হাসান। রিটকারীর পক্ষে শুনানি করেন সাবেক এ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ। এর আগে ৬ ডিসেম্বর ১৩টি ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞার আদেশ একদিনের জন্য স্থগিত করে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আদেশের পর আইনজীবী রেদোয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, আদালত আদেশে টাকার বিনিময়ে হাউজি, ডাইস, তাসসহ যে কোন ধরনের জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আগামী রবিবার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে। ২৯৩ শিক্ষার্থীকে বৃত্তির চেক দিল সেনা কল্যাণ সংস্থা ঢাকা সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিক (সাধারণ, কারিগরি ও মাদ্রাসা) পর্যায়ের ২৯৩ জন ছাত্র-ছাত্রীকে বৃহস্পতিবার শিক্ষামূলক বৃত্তির চেক প্রদান করেছে সেনা কল্যাণ সংস্থা। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অডিটরিয়ামে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক প্রদান করেন। এসময় সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক এয়ার কমডোর এস এম শাহ্নেওয়াজসহ সশস্ত্র বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -আইএসপিআর নাটোরের তিন যুবলীগ কর্মী হত্যায় মামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৮ ডিসেম্বর ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে নাটোরের তিন যুবলীগক র্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় যুবলীগকর্মী রেদোয়ান সাব্বিরের মা রুখসানা বেগম বাদী হয়ে অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। চাঞ্চল্যকর শহর যুবলীগের তিন কর্মী হত্যাকা-ের ঘটনায় একটি প্রশিক্ষিত শক্তিশালী বাহিনী পরিকল্পিতভাবে কাজ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর রেদোয়ান আহমেদ সাব্বির, তার দুই বন্ধু আবু আব্দুল্লাহ ও সোহেল রানা সদর কাফুরিয়া ইউনিয়নের তকিয়া বাজারে মান্নানের চায়ের দোকানে বসে চা পান করছিল। ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বাংলাদেশ বিমান বাহিনীর ৫৭তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য সেনাবাহিনীর মেজর মোঃ শামীম ফেরদৌস ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। ১০ সপ্তাহের এ কোর্সে মোট ১৯ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×