ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগামী বছরের মে মাস থেকে বিআরটিএ’র ৮০ ভাগ সেবা অনলাইনে

প্রকাশিত: ০৪:১৮, ৯ ডিসেম্বর ২০১৬

আগামী বছরের মে মাস থেকে বিআরটিএ’র ৮০ ভাগ সেবা অনলাইনে

স্টাফ রিপোর্টার ॥ আগামী বছরের মে মাস থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ এবং অন্যান্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বিআরটিএ ১৬ লাখ ডিজিটাল নম্বর প্লেট তৈরি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে ১৩ লাখ বিতরণ করা হয়েছে। মোট ২৭ লাখ গাড়ির মধ্যে ১১ লাখ বাকি রয়েছে। বাকিগুলোর বিষয়ে সময়সীমা নির্ধারণ করে দেয়ার নির্দেশ দেন মন্ত্রী। বিআরটিসি’র ডিপোগুলোতে অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অপকর্ম করলে লোকজন পরিবর্তন করব। জনপ্রশাসন মন্ত্রণালয়ে লোকবলের প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারী পরিবহনের গাড়িগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মেরামতের নির্দেশ দেন মন্ত্রী। এক হাজার ৪৯টি গাড়ির সঙ্গে বিআরটিসির বহরে যোগ করার জন্য আগামী বছরের মাঝামাঝি সময়ে ভারত থেকে আরও এক হাজার এক শ’ গাড়ি আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে জানান কাদের। এছাড়া ক্ষতি কমাতে আগামী এক মাসের মধ্যে মহাসড়কগুলোর নির্দিষ্ট স্থানে এক্সেল লোড কন্ট্রোলার বসানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে টোল নীতিমালা কার্যকর করা হবে। মন্ত্রী জানান, বিআরটিএর শতকরা ৮০ ভাগ সেবা অনলাইনে আনতে এ-টু-আই প্রকল্পের সঙ্গে এ লক্ষ্যে এমওইউ সই হয়েছে। এছাড়াও বর্ষার আগে চলতি শুকনো মৌসুমে সড়ক-মহাসড়কের চলমান সংস্কার কাজ গুণগতমান বজায় রেখে শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত চলমান মেট্রোরেল (রুট-৬) এর ৮টি প্যাকেজের মধ্যে ৬টির দরপত্র আহ্বান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২টি প্যাকেজের প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। ডিপো নির্মাণ কাজের পাশাপাশি ইউটিলিটি শিফটিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যানজট নিরসনে অগ্রাধিকার ভিত্তিক এ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও প্রায় ৩৭ কিমি. দীর্ঘ মেট্রোরেল রুট-১ বাস্তবায়নে অর্থায়ন করবে জাইকা।
×