ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে টাইগাররা

প্রকাশিত: ০১:০৯, ৮ ডিসেম্বর ২০১৬

রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিচ্ছে টাইগাররা

অনলাইন রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের উদ্দেশ্যে প্রথম ধাপে আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছে টিম টাইগার। আগামীকাল বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তাই নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা ঐ ম্যাচ খেলা ক্রিকেটাররা পরবর্তী ধাপে ১০ ডিসেম্বর শনিবার অস্ট্রেলিয়া যাবেন। আজ রাতে মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৫ সদস্যের দল দেশ ছাড়ছে। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়াতে ছুটি কাটাচ্ছেন। তিনি সেখানেই দলের সাথে যোগ দেবেন। আর বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ছুটি শেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতে যোগ দেবেন বলেও জানা গেছে। শনিবার স্কোয়াডের বাকী ৭ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন। বিপিএল টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ড্যাশিং ওপেনার তামিম ইকবালও শনিবার যাচ্ছেন। সিডনিতে প্রস্তুতি ক্যাম্প চলাকালীন দুটি প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ দুটিতে প্রতিপক্ষ থাকবে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্স। সেখান থেকে ১৮ ডিসেম্বর টাইগাররা নিউজিল্যান্ডে যাবে। ২২ ডিসেম্বর সেখানে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। আগামী ২৬ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরু হবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড জানানো হবে। ০৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি, ০৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি। আর দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে টেস্টের দল ঘোষণা করা হবে। তৃতীয় টি-টোয়েন্টি হবে ০৮ জানুয়ারি। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে পাঁচ ক্রিকেটার। ১২ জানুয়ারি প্রথম টেস্টের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট।
×