ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে

প্রকাশিত: ২৩:১৪, ৮ ডিসেম্বর ২০১৬

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরতে না ফিরতে শেয়ার বিক্রির সুযোগ নিচ্ছেন তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা বা পরিচালকরা। দীর্ঘদিন পরে বাজারে নতুন বিনিয়োগ বেড়ে যাওয়ায় লোকসানে থাকা পত্রকোষে বিনিয়োগকারীরা নতুন করে আশার আলো দেখছেন। এর মধ্যেই উদ্যোক্তা পরিচালকদের আবারো শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। শুধু বোনাস শেয়ার নয়, অনেক উদ্যোক্তা নিজেদের পত্রকোষে থেকেও টাকা তুলতে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ ব্লক মার্কেটে আবার কেউ ঢাকা স্টক একচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন। এতে বাজার থেকে বের হয়ে যাবে বিপুল পরিমাণ টাকা। অলিম্পিক এক্সেসরিজ ॥ কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের দুই কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দুই কর্পোরেট প্রতিষ্ঠান নাভানা পলি প্যাকেজিং লিমিটেড ও রিভারসাইড অ্যাপারলেস লিমিটেড যথাক্রমে ৬ লাখ ৪০ হাজার ও ৩ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই দুই কর্পোরেট পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার শেয়ার আছে। এর মধ্যে নাভানা পলির ১ কোটি ৭ লাখ ও রিভারসাইড অ্যাপারলেসের ৫৩ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। উল্লেখ্য, দুই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে। আরএসআরএম ॥ প্রকৌশল খাতের কোম্পানি আরএসআরএম স্টীলের দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির দুই পরিচালক মারজানুর রহমান ও শামসুন নাহার রহমান ৫ লাখ করে বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিযেছেন। এই দুই পরিচালকের কাছে কোম্পানির যথাক্রমে ২১ লাখ ৬০ হাজার ও ৬৯ লাখ ৮৪ হাজার শেয়ার রয়েছে। অন্যদিকে উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান ও শামসুন নাহার রহমান বৃহস্পতিবারে তদের হাতে থাকা ৫ লাখ বোনাস শেয়ার বর্তমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রির ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, এই দুই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন। ন্যাশনাল ফিড মিলস ॥ ন্যাশনাল ফিড মিলসের উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সূত্র জানায়, কোম্পানির উদ্যোক্তা পরিচালক আখতার হোসেন বাবুল ৫ লাখ ২০ হাজার বোনাস শেয়ার বেচবেন। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৩৬৯টি শেয়ার আছে। অন্যদিকে ১ ডিসেম্বর লিপি সুলতানা করিম, ইমতিয়াজ আলী, রেজাউল করিম ও আকতার হোসেন বাবুল নামের চার উদ্যোক্তা তাদের ১ লাখ ৭৫ হাজার, ২ লাখ ৭৯ হাজার, ১ লাখ ৭৫ হাজার ১৫ লাখ ৫০ হাজার বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। মিথুন নিটিং ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিংয়ের উদ্যোক্তা মাহফুজা হক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। সূত্র জানায়, মাহফুজা হকের কাছে কোম্পানির মোট ১ লাখ ৪২ হাজার ৪২৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৯০ হাজার শেয়ার বিক্রি করবেন তিনি। উল্লেখ্য, এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে তালিকাভুক্তির পরেই উদ্যোক্তা পরিচালকরা তাদের হাতে থাকা বোনাস শেয়ার বিক্রি করে টাকা তুলে নিতো। ফলে বাজারে নগদ লভ্যাংশ ঘোষণার প্রবণতা কমে যেতো। বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রসপেক্টাস অনুমোদনের দুই বছর পর বোনাস শেয়ার বিক্রিতে লকইন দেওয়া হয়। বাজারে শেয়ার বিক্রির চাপ কমাতেই এমন ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখন বাজারে স্থিতিশীলতার সুযোগে এখন উদ্যোক্তা পরিচালকরা বেশি দামে শেয়ার বিক্রি বাড়াচ্ছেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা ক্ষতির মুখে পড়বেন।
×