ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল

প্রকাশিত: ২০:০৯, ৮ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানের বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে ত্রুটি ছিল

অনলাইন ডেস্ক॥ ৪৮ আরোহী নিয়ে বিধ্বস্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারকে ফোন করে এ কথা জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষের দাবি বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। খবর দ্য ডনের। পিআইএ'র চেয়ারম্যান আজম সায়গাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানে থাকা ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। তিনি দাবি করেন, উড্ডয়নের সময় বিমানটিতে কোনো ত্রুটি ছিল না। তাই কি কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা অস্পষ্ট। এ ঘটনা তদন্তের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। তবে, পিআইএ'র চেয়ারম্যান এও জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আধা ঘণ্টা আগে পাইলট কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে ইঞ্জিন ত্রুটির কথা জানান। এরপরই বিমানটি অদৃশ্য হয়।
×