ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম ঘন্টায় শেয়ারবাজারে ৪৮৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ২০:০৫, ৮ ডিসেম্বর ২০১৬

প্রথম ঘন্টায় শেয়ারবাজারে ৪৮৩ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস আ্জ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ব্যাপক উত্থান রয়েছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪৮৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে সব ধরনের মূল্য সূচকেরও উত্থান রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৮৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
×