ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নোট বাতিলের অশুভ ছায়া পড়েছে ভারতে বই মেলাতেও

প্রকাশিত: ২০:০৪, ৮ ডিসেম্বর ২০১৬

নোট বাতিলের অশুভ ছায়া পড়েছে ভারতে বই মেলাতেও

অনলাইন ডেস্ক॥ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বইমেলা। বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত ৩৯তম বইমেলাটি চলবে ‌১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছর বর্ধমানের এই বইমেলায় লক্ষাধিক মানুষ আসেন। বইমেলায় এবার মোট ৮৬টি স্টল হয়েছে। বড়মাপের প্রকাশকদের পাশাপাশি নতুন ও পুরনো বই নিয়ে উপস্থিত ছোট প্রকাশকেরাও। তবে নোট বাতিল হওয়ার কারণে এবারের বইমেলা প্রাণ হারিয়েছে। বিক্রি কমে যাওয়ায় শঙ্কায় আছের প্রকাশকেরাও। খবর আজকালের। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পাবলিশার অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সচিব ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, নোট বাতিলের সমস্যায় রাজ্যের জেলায় জেলায় অনুষ্ঠিত হওয়া ৩৯৫টি বইমেলাই‌ বিপন্ন। প্রকাশক, লেখক, বইমেলা কমিটির সকলেই দুশ্চিন্তায় পড়েছেন। গ্রন্থাগারগুলিও বই কিনতে চাইছে না। বলছে, তাদের হাতে টাকা নেই। আসলে এই নোট বাতিলের কুপ্রভাব গোটা বিশ্বে বাংলা বইয়ের বাজারে পড়বে। বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত বলেছেন, সিলেবাসের বাইরের বই পড়তে হবে। যারা ইন্টারভিউ দেবেন, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সকলকেই বাইরের বই পড়তে হবে। তবেই তারা অনেক কিছু জানতে পারবেন আর পাশাপাশি বইয়ের বিক্রিও বাড়বে। মানুষের বই পড়ার বহর যে কমছে, তার দায় আমাদের সকলের। তবে আমার আশা, এই মন্দা কাটিয়ে বইপাড়া ফের ঘুরে দাঁড়াবে। বইমেলা কমিটির সহ সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরী বলেছেন, এই বইমেলাকে এতদিন বর্ধমান জেলার মানুষ চোখের মণির মতই রক্ষা করে এসেছেন। আমাদের আশা, পাঠকেরা আমাদের বিমুখ করবেন না। বইমেলা নিজের মহিমাতেই টিকে থাকবে। বইমেলা কমিটির সম্পাদক শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, সমাজ ও সাংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘মহাশ্বেতা মঞ্চ’ থেকে দেবপ্রসন্ন পুরস্কারে সম্মানিত হয়েছে ‘বর্ধমান ইতিহাস ও পুরতত্ত্ব চর্চা কেন্দ্র’। এবারের ‘চিত্ত ভট্টাচার্য অভিযান সাহিত্য সম্মান’ পাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক রত্না রশীদ। অপর এক বিশিষ্ট সাহিত্যিক সুনীতিকুমার মুখোপাধ্যায় পাচ্ছেন, ‘সমীরণ স্মৃতি সাহিত্য ও সংস্কৃতিক পুরস্কার’। ৮ ডিসেম্বর এই পুরস্কার তাদের হাতে তুলে দেবেন খ্যাতনামা সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়। সেদিন কয়েকটি বইয়েরও উদ্বোধন হবে ওই মহাশ্বেতা মঞ্চে।
×