ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

প্রকাশিত: ২০:০০, ৮ ডিসেম্বর ২০১৬

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

অনলাইন রিপোর্টার॥ জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪২ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা আদালতের পথে রওনা হন বলে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন। বেলা পৌনে ১২টায় তিনি পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান। বিচারক আবু আহমেদ জমাদারের এ আদালতেই জিয়া দাতব্য এবং জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাত মামলার শুনানি চলছে। আদালতে উপিস্থ রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। খালেদার আইনজীবীদের মধ্যে আদালতে রয়েছেন রেজাক খান, সানাউল্লাহ মিয়া, মো. বোরহানউদ্দিন, রেজাউল করিম সরকার, মহসিন মিয়া, নুরুজ্জামান তপন, সিমকি ইমাম খান, আজিজুল ইসলাম খান বাচ্চু। দুর্নীতির এ দুই মামলায় গত ১ ডিসেম্বর সবশেষ শুনানি হয়।
×