ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাহানের শেষ, অনিশ্চিত শামি

প্রকাশিত: ০৬:৩১, ৮ ডিসেম্বর ২০১৬

রাহানের শেষ, অনিশ্চিত শামি

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাইয়ে ইংল্যান্ডের সঙ্গে আজ শুরু চতুর্থ টেস্ট। ভারতীয়দের জন্য দুঃসংবাদ, ব্যাটিং অনুশীলনের সময় আঙ্গুলের চোটে পড়েছেন অজিঙ্কা রাহানে। ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থেকে জানান হয়েছে, ক্ল্যাসিক্যাল এই ব্যাটসম্যানের বাকি সিরিজটাই কার্যত শেষ হয়ে গেছে। রাহানে এমনিতে ফর্মে ছিলেন না। তবে দলের তিনি সহসা রানে ফিরবেন বলে কোচ অনিল কুম্বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার পরিবর্তে বাকি দুই টেস্টে মানিশ পা-েকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি রঞ্জি ট্রফিতে ৭৫ ও ৫৮ রানের দারুণ দুটি ইনিংস খেলেন তিনি। ওদিকে মোহালির তৃতীয় টেস্টে হাঁটুর সমস্যায় ভোগা পেসার মোহাম্মদ শামির খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত বিশ্বকাপের পরপরই তার হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। প্রায় ১৫ মাস তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। আর সে কারণেই দল চাইছে না তাকে জোর করে খেলাতে। মুম্বাই টেস্টের আগে গণমাধ্যমের সামনে বিষয়টি উপস্থাপন করেছেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে জানিয়েছেন শেষ মুহূর্তে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কোহলি বলেন, ‘যেহেতু শামির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে সে কারণেই আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না। আমাদের হাতে এখনও সিদ্ধান্ত নেয়ার সময় রয়েছে। ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই।’ অনুর্ধ-১৪ মহিলা ফুটবলে কুষ্টিয়ার জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে’র চূড়ান্তপর্বে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বুধবারের খেলায় ‘বি’ গ্রুপে ঠাকুরগাঁও জেলা ১-১ গোলে ড্র করে সাতক্ষীরা জেলার সঙ্গে। এছাড়া কুষ্টিয়া জেলা ৩-০ গোলে হারায় খাগড়াছড়ি জেলাকে। বিকেএসপি টেনিসের সেমিতে বাংলাদেশের চার বালক স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপি এশিয়ান অনুর্ধ-১৪ সিরিজ টেনিসের বালক এককের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের চার খেলোয়াড়। বুধবার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত খেলায় বালক এককে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ফরিদুর রেজা ভারতের লিস্টন ভাসকে, জুয়েল রানা হংকংয়ের ম্যাক্সওয়েলকে, মোঃ জাহিদ স্বদেশী সৈকত শাহরিয়াকে এবং সিঙ্গাপুরের লিম লাওসের কেনিয়াফানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অন্যদিকে বালিকা এককে বাংলাদেশের ইতি আক্তার ও জেরিন সুলতানা সেমিতে উঠতে ব্যর্থ হয়।
×