ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ উইকেটে হেরে বিদায় নিল মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স

ফাইনালে ঢাকা-রাজশাহী মুখোমুখি

প্রকাশিত: ০৬:২৯, ৮ ডিসেম্বর ২০১৬

ফাইনালে ঢাকা-রাজশাহী মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরের ফাইনালে খেলবে কোন্ দুটি দল, তা নিশ্চিত হয়ে গেছে। একটি দল আগেই নিশ্চিত হয়েছিল। সেই দলটি ঢাকা ডায়নামাইটস। বুধবার রাতে আরেকটি দল নিশ্চিত হয়েছে। সেই দলটি রাজশাহী কিংস। শুক্রবার ফাইনাল ম্যাচে ঢাকা ও রাজশাহী মুখোমুখি হবে। যে দল জিতবে, শিরোপা তাদেরই হয়ে যাবে। ফাইনালে ওঠা দুই দলই খুলনাকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানে হারায় ঢাকা। ফাইনালে খেলা নিশ্চিত করে। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৭ উইকেটে হারিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পায় রাজশাহী। ঢাকার কাছে যেমন পাত্তা পায়নি খুলনা। রাজশাহীর কাছেও ঠিক একই অবস্থা হয়। টুর্নামেন্টজুড়েই খুলনার ব্যাটিং যাচ্ছেতাই হয়েছে। এর পরও দলটি বোলারদের দুর্দান্ত বোলিং আর সৌভাগ্যের জোরে কোয়ালিফায়ার ম্যাচ খেলে। কিন্তু সব সময়ই কী আর সৌভাগ্য নিজের হয়। পারফরম্যান্সও তো করে দেখাতে হয়। খুলনার বেলাতেও তাই হলো। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকায় ফাইনালে ওঠার সুযোগ মিলল দুবার। অথচ একবারও সেই সুযোগ কাজে লাগাতে পারল না মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। মাহমুদুল্লাহ বরাবরই ব্যাটিংয়ে ভাল করেছেন। কিন্তু কোয়ালিফায়ারে এসে আর সেই ব্যাটিং উজ্জ্বলতা ধরে রাখতে পারেননি। দুই কোয়ালিফায়ার ম্যাচেই ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ। তাতে করে দলও দুই ম্যাচেই হারল। কোয়ালিফায়ার ম্যাচের মতো খেলায় যেখানে বড় স্কোরই নিরাপদ নয়, সেখানে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করে খুলনা। শেষে আরিফুল হক অপরাজিত ৩২ রান না করলে এই রানও হতো না খুলনার। সামিত প্যাটেল ৩ উইকেট শিকার করেন। খুলনার ইনিংস শেষেই রাজশাহী যে জিতবে, তা ধরেই নেয়া হয়। শেষ পর্যন্ত তাই হয়। রাজশাহী ব্যাটসম্যানরা ধীরে ধীরে জয়ের কাছে এগিয়ে যান। সাব্বির রহমান রুম্মন (৪৩*) ও জেমস ফ্রাঙ্কলিন (৩০*) মিলে যে চতুর্থ উইকেটে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন, সেখানেই জিতে যায় রাজশাহী। ৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান করে ম্যাচ জিতে রাজশাহী। সেই সঙ্গে ফাইনালে খেলাও নিশ্চিত করে। যে ফাইনাল ম্যাচটি হবে শুক্রবার। ঢাকার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি খেলবে রাজশাহী।
×