ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ড সফর শেষ

এবার ইনজুরির মিছিলে শফিউল

প্রকাশিত: ০৬:২৯, ৮ ডিসেম্বর ২০১৬

এবার ইনজুরির মিছিলে শফিউল

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফর থেকে আগেই ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ শহীদ। এবার ছিটকে পড়ার সম্ভাবনায় আছেন আরেক পেসার শফিউল ইসলামও। ইনজুরিতে পড়ে গেছেন শফিউল। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে এ ইনজুরিতে পড়েন খুলনা টাইটান্সের শফিউল। তার সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তাতেই বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকেই পড়ছেন শফিউল। তবে ছিটকে পড়লেও চেষ্টা করলে টি২০ সিরিজ থেকে দলে থাকতে পারবেন শফিউল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২৬ ডিসেম্বর শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর। যদি শফিউলের ফিট হয়ে উঠতে তিন সপ্তাহ লাগে, ততদিনে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে। এরপর ৩ জানুয়ারি থেকে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। টি২০ সিরিজ শেষে ১২ জানুয়ারি দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। শফিউল যদি খেলেনও, তাহলে টি২০ সিরিজ থেকেই খেলতে হবে। ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না এ পেসারের। খুলনার হয়েও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারেননি শফিউল। অবশ্য যতদুর জানা গেছে, টি২০ সিরিজেও শফিউলকে বিবেচনা নাও হতে পারে। পুরো সিরিজ থেকেই ছেটে ফেলা হতে পারে শফিউলকে। যে ইনজুরিতে পড়েছেন শফিউল, তা সারতে দেড়মাসও লাগতে পারে। এমন মুহুর্তে তার পরিবর্তে একজনকে পেসারকে দলে যুক্ত করাই ঠিক মনে করা হচ্ছে। শফিউলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও বুধবার বিকেলে বলেন, ‘শফিউলকে এখনও দেখা হয়নি। বিশ্রামে আছে সে। এমআরআই রিপোর্ট করান হয়েছে। আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি। যতদূর জানি হ্যামস্ট্রিং স্ট্রেইন আছে। যেটা বুঝতে পারছি এটা হ্যামস্ট্রিং ইনজুরি। আর হ্যামস্ট্রিংয়ের অল্প ইনজুরি হলেও দুই-তিন সপ্তাহ লেগে যাবে। এটা হলে তিন সপ্তাহের আগে কিছুই হবে না।’ তাহলে শফিউলের পরিবর্তে কে খেলবেন? এখনও তা চূড়ান্ত হয়নি। তবে কামরুল ইসলাম রাব্বিকে নেয়া হতে পারে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে রাব্বির নাও যাওয়া হতে পারে। সরাসরি নিউজিল্যান্ডে যাওয়া হতে পারে রাব্বির। তবে এখনও তা চূড়ান্ত হয়নি। যদি শফিউল কোনভাবে তিন সপ্তাহের মধ্যে সেরে উঠতে পারেন তাহলে টি২০ বিবেচনা করা যায় কিনা; সেই ভাবনাও চলছে। বিপিএলে দুর্দান্ত বোলিং করছিলেন শফিউল। ১৩ ম্যাচে ১৮ উইকেট নেন। এখন পর্যন্ত উইকেট শিকারের দিক দিয়ে বাংলাদেশী বোলারদের মধ্যে সবার ওপরে আছেন শফিউল। মনে করা হচ্ছিল, যদি এ ধারাবাহিকতা বজায় থাকে, নিউজিল্যান্ডে শফিউলের কাছ থেকে দারুণ কিছু মিলবে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে গেলেন শফিউল। নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়ার সম্ভাবনাতেই পড়ে গেলেন।
×