ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা অধিনায়ক সাকিবকে জরিমানা

প্রকাশিত: ০৬:২৯, ৮ ডিসেম্বর ২০১৬

ঢাকা অধিনায়ক সাকিবকে জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তাতে বোঝাই যাচ্ছিল, তার জরিমানা হবে। শেষ পর্যন্ত হলোও। ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ দ- দেয়া হয়েছে সাকিবকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয় সাকিবকে। ক্রিকেট বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ ২.১.৪ লঙ্ঘন করেছেন সাকিব। অনুচ্ছেদটিতে ‘ম্যাচ চলাকালীন অশালীন, আক্রমণাত্মক এবং আপত্তিকর ভাষা বা অঙ্গভঙ্গি’ বিষয়ে নির্দেশনা রয়েছে। খুলনা টাইটান্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের পেসার আবু জায়েদ রাহীর করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডাবলিউয়ের আবেদন করে ঢাকা। আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেয়ার পর সাকিব আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেছেন বলে অভিযোগ করেন অন-ফিল্ড আম্পায়ার নাদির শাহ্?, খালিদ মাহমুদ, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান এবং ফোর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু। সাকিবকে এ ঘটনায় ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামে। রাহীর আউটের আবেদনে আম্পায়ার খালেদ মাহমুদ সাড়া দেননি। তাতে ক্ষেপে যান বোলার রাহীও। এ সময় আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। আম্পায়ারের কাছে আউট না দেয়ার জবাবদিহি করেন সাকিব। এ নিয়ে তর্কও করেন তারা। ভিডিও ফুটেজে দেখা যায় আম্পায়ারকে আঙ্গুল তুলে গালাগাল করেন সাকিব। তার সঙ্গে কম যাননি রাহ ক্লাবগুলোর সঙ্গে কাজ করবে বাফুফে স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেশের পেশাদার ফুটবল ক্লাবগুলোর সঙ্গে বাফুফে সদস্য হিসেবে তাদের এবং ফেডারেশনের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু করেছে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেছেন এই কর্মশালা ধাঁচের আলোচনার মুখ্য উদ্দেশ্য- ক্লাবগুলোকে সচেতন এবং ওয়াকিবহাল করা এবং ক্লাবগুলোর মতামত জানা। একদিকে তাদের কথা শোনা, অন্যদিকে ফেডারেশন হিসেবে বাফুফের দায়িত্ব এবং বাফুফে সদস্য হিসেবে ক্লাবগুলোর দায়িত্ব সম্পর্কে সবাইকে অবহিত করা। ২০১৭-১৮ মৌসুমকে সামনে রেখে এই নতুন কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করতে হবে যেন সবপক্ষ তাদের দায়িত্ব পালন করে এবং করণীয় পূরণ করে। এ বিষয়ে পল স্মলি বলেন, ‘খোলামেলা এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল।’ তিনি আরও বলেন, ‘ফেডারেশনের সঙ্গে কাজ করার ব্যাপারে ক্লাবগুলো সাগ্রহে অপেক্ষা করছে। দেশের ফুটবলের উন্নতি যা হবে, এই ক্লাবগুলোর হাত ধরেই আসবে। আরও দুটো ক্লাবের সঙ্গে আলোচনা সেরে ফেললেই বাফুফে এই বিষয়ে কার্যক্রম শুরু করবে যেন ক্লাবগুলো এশিয়ান ফুটবল ফেডারেশনের বেঁধে দেয়া মান বজায় রাখতে পারে।’
×