ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু আজ

কোহলিদের টানা পাঁচের হাতছানি

প্রকাশিত: ০৬:২৮, ৮ ডিসেম্বর ২০১৬

কোহলিদের টানা পাঁচের হাতছানি

স্পোর্টস রিপোর্টার ॥ উড়ছে বিরাট কোহলির ভারত। এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকরা যখন টানা পঞ্চম সিরিজ জয়ের স্বপ্নে বিভোর এ্যালিস্টার কুকের ইংল্যান্ড তখন কোণঠাসা। সিরিজে হার এড়ানোর আশাটুকু জিইয়ে রাখতে হলে আজ থেকে শুরু হওয়া মুম্বাইয়ের চতুর্থ টেস্টে জিততেই হবে সফরকারীদের। অতঃপর শেষটিও। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ে পাঁচ টেস্টের আলোচিত এ দ্বৈরথে ২-০তে এগিয়ে কোহলির দল। প্রথমটি ড্র হয়। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড- ঘরে বাইরে দুর্দান্ত সাফল্য দেখান ‘নাম্বার ওয়ানরা’ টানা পঞ্চম সিরিজ জয়ের খুব কাছে। দ্বারপ্রান্তে বললে হয়ত একটু বাড়িয়ে বলা হবে, তবে বাস্তবতা কিন্তু সেটাই বলছে। শেষ দুটি ম্যাচে সফরকারীরা একদম পাত্তা পায়নি। বিশাখাপত্তম ও মোহালিতে বৃটিশদের হার যথাক্রমে ২৪৬ রান ও ৮ উইকেটে। ঠক ঠক করে কাঁপছে সেনাপতি কুকের চেয়ার। ভারত সাধারণত বিদেশী দলগুলোর জন্য স্পিন-পিচের ফাঁদ বানিয়ে অপেক্ষায় থাকে। রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজারা আধিপাত্য দেখালেও এই সিরিজে বোলিংয়ে স্বাগতিকদের দুই বিভাগই কিন্তু সমানে জ্বলে উঠছে। মোহালি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন দুই পেসার উমেশ যাদব আর মোহাম্মদ শামি। ব্যাট হাতে টপ-অর্ডারে চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানেদের ব্যর্থতার পরও ভারতীয়দের ইনিংস ঠিকই ৪ শ’ পেরিয়ে যাচ্ছে। কারণ লোয়ারঅর্ডার ও টেলএন্ডে অসাধারণ ব্যাটিং করছেন অশ্বিন-জাদেজা ও নবীন জয়ন্ত যাদব। সব মিলিয়ে এ এক সত্যিকারের টিম ইন্ডিয়া। মুম্বাইর ওয়াংখেড়ে ব্যাটসম্যানরা যেমন রান পাবেন তেমনি স্পিনারদের জন্যও থাকবে বাড়তি কিছু। ‘টেস্টের জন্য হবে আদর্শ উইকেট, ‘আশা করছি দ্বিতীয়দিন সন্ধ্যা বা তৃতীয়দিন সকাল থেকেই বল ঘুরতে শুরু করবে।’ বলেন কিউরেটর রমেশ মামুনকর। ব্যাটিং কি বোলিং- অবিশ্বাস্য নৈপুণ্যে অশ্বিন একাই পার্থক্য গড়ে দিচ্ছেন। মোহালিতে ম্যাচসেরা হয়েছেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তরুণ জয়ন্ত যাদব আর আট বছর পর ফেরা পার্থিব প্যাটেলদের দাপটে ‘টিম ইন্ডিয়াকে’ দুর্ধর্ষ দেখাচ্ছে। ঋদ্ধিমান সাহার ইনজুরিতে এই টেস্টে উইকেটের পেছনে দাঁড়াবেন পার্থিব। অবশ্য ওপেনিংয়ে চেতেশ্বর পুজারার সঙ্গে লোকেশ রাহুল ফেরায় ব্যাট হাতে তাকে মিডল-অর্ডারে নেমে যেতে হবে। রাজকোটে প্রথম টেস্টের সেঞ্চুরিটি বাদ দিলে সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে বিজয়ের বড় ইনিংস নেই। কোচ অনিল কুম্বলে অবশ্য চিন্তিত নন, ‘বিজয় গত দু’বছর ধরেই ধারাবাহিক। এই সিরিজেও একটা সেঞ্চুরি আছে। দু’বার শর্ট বলে আউট হয়েছে, তবে আমার বিশ্বাস এটা ঠিক হয়ে যাবে। ও যে কেন মুহূর্তে বড় ইনিংস খেলে দেবে।’ রাহানেও খুব দ্রুতই জ্বলে উঠবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার বস্। সুপার কোহলি যথারীতি ফর্মে। ৩ ম্যাচে ১০১ গড়ে সিরিজের সর্বোচ্চ ৪০৫ রান তারই। সেঞ্চুরি ১ ও হাফ সেঞ্চুরি ২টি। আর মাত্র ৪১ রান হলে ষষ্ঠ দ্রুত ভারতীয় হিসেবে ৪ হাজারি ক্লাবে নাম লেখাবেন তিনি। কিন্তু এ্যালিস্টার কুক? বাংলাদেশ সফরে ঢাকা টেস্টে হেরে সিরিজ ড্র করার পর এখানে একেবারে খাদের কিনারে দল। মুম্বাইয়ে হারলেই ব্রিটিশ মিডিয়া তার নেতৃত্ব কেড়ে নেয়ার পক্ষে। যদিও কোচ ট্রেভর বেইলিস এবং বড় তারকা ও সহ-অধিনায়ক জো রুট তাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন। ‘এ্যালিস্টারকে আমি আগামী এ্যাশেজ রক্ষার যুদ্ধেও নেতা হিসেবে দেখছি। ইংল্যান্ডকে দেয়ার আছে তার।’ বলেন বেইলিস। সেই রাজকোটের একমাত্র সেঞ্চুরির পর কুকের ব্যাটে রান নেই। সফরে যা ইংল্যান্ডকে বেশি করে ভোগাচ্ছে। চোটে পড়া স্টুয়ার্ট ব্রড খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। ইনজুরিগ্রস্ত ব্যাটসম্যান হাসিব হামিদের স্থলে অভিষেক হতে পারে আরেক তরুণ কেট জেনিংসের। চার বছর আগে ২০১২ সালে আগের সফরে এই ওয়াংখেড়েই কুক-কেভিন পিটারসেন ব্যাটে ও গ্রায়েম সোয়ান-মন্টি পানেসারের ঘূর্ণিবলে ভর করে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সিরিজও জিতেছিল তারা। কুকের জন্য সেটাই হতে পারে অনুপ্রেরণা। কিন্তু তার এই দলে একজন কেপি বা একজন মন্টি কোথায়?
×