ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তুরানের হ্যাটট্রিকে বার্সিলোনার জয়

প্রকাশিত: ০৬:২৭, ৮ ডিসেম্বর ২০১৬

তুরানের হ্যাটট্রিকে বার্সিলোনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ লুইস সুয়ারেজ ছিলেন না একাদশে, ইনজুরির কারণে খেলেননি নেইমার। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাই বার্সিলোনার ভরসা ছিলেন সেরা তারকা লিওনেল মেসি। ‘সি’ গ্রুপের ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডব্যাচের বিরুদ্ধে প্রথমে গোলও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তখন সবাই হয়ত ধরে নিয়েছিলেন এই ম্যাচটিও রাঙাতে চলেছেন রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকা। কিন্তু না, শেষ পর্যন্ত তা হয়নি। মঙ্গলবার রাতে ন্যুক্যাম্পে সবটুকু আলো কেড়ে নেন আরদা তুরান। তুরস্কের এই মিডফিল্ডার কাতালানদের হয়ে করেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তাতেই বার্সা ৪-০ গোলে উড়িয়ে দেয় মনশেনগ্লাডব্যাচকে। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করল কাতালানরা। গ্রুপের আরেক ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। যদিও আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছে পেপ গার্ডিওলার দলের। ‘এ’ গ্রুপে শীর্ষস্থান নিয়ে শেষ ষোলোতে উঠেছে আর্সেনাল। শেষ গ্রুপ ম্যাচে লুকাস পেরেজের চোখ ধাঁধানো হ্যাটট্রিকে ভর করে গানার্সরা ৪-১ গোলে উড়িয়ে দেয় সুইস ক্লাব এফসি বাসেলকে। আগেই নকআউট পর্ব নিশ্চিত করা পিএসজি ২-২ গোলে ড্র করেছে রাজগার্ডের সঙ্গে। শেষ গ্রুপ ম্যাচের পর ‘বি’ গ্রুপ থেকে দু’টি দল শেষ ষোলোতে উঠে এসেছে। পর্তুগীজ ক্লাব বেনফিকাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকেট পেয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলি। আর হেরেও গ্রুপে দ্বিতীয় হয়ে পরের পর্বে উঠে এসেছে বেনফিকা। কেননা আরেক ম্যাচে ডায়নামো কিয়েভের কাছে ৬-০ গোলে হেরে যায় তুরস্কের বেসিকটাস। ম্যাচটি জিতলে তুর্কী ক্লাবটিই সেরা ষোলোর টিকেট পেত। ‘ডি’ গ্রুপে আগের পাঁচটি ম্যাচেই জিতে উড়ছিল এ্যাটলেটিকো মাদ্রিদ। অবশেষে শেষ গ্রুপ ম্যাচে তাদের মাটিতে নামিয়েছে বেয়ার্ন মিউনিখ। মিউনিখে বাভারিয়ানরা ১-০ গোলে হারায় স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকোকে। জয়সূচক একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোস্কি। এই জয় মধুর প্রতিশোধও নিয়েছে জার্মান জায়ান্টরা। কেননা ভিসেন্টে ক্যালডেরনে প্রথম লেগের ম্যাচে একই ব্যবধানে হেরেছিল তারা। তবে হারলেও গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে এ্যাটলেটিকোই। আগেই শেষ ১৬ নিশ্চিত করেছিল বার্সিলোনা। কিন্তু শেষ তিনটি ম্যাচে টানা তিনটি ড্র করায় ম্যাচটিতে জয়টা নিজেদের মানসিকভাবে উজ্জীবিত করার জন্য জরুরী ছিল। শুরু থেকেই তাই জয় পেতে মরিয়া ছিল লুইস এনরিকের দল। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এর ফলে চ্যাম্পিয়ন্স লীগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে গোলের ব্যবধান আরও কমালেন ক্ষুদে জাদুকর। এটি ছিল চ্যাম্পিয়ন্স লীগে মেসির ৯৩ নম্বর গোল। রোনাল্ডোর থেকে যা মাত্র পাঁচটি কম। এরপর তুরান দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের ব্যবধানে বার্সিলোনার পক্ষে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। শনিবার এল ক্লাসিকোতে মূল একাদশে খেলা দলটির মধ্যে কোচ এনরিকে শুধু মেসি, আন্দ্রে গোমেজ ও জেভিয়ার মাশ্চেরানোকে একাদশে রাখেন। হাঁটুর ইনজুরি কাটিয়ে ছয় সপ্তাহ পর মূল একাদশে ফিরে বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা নিজেকে প্রমাণ করেছেন। বিরতির পরে পুরো কৃতিত্বটাই নিজের করে নেন তুরান। ৫০, ৫৩ ও ৬৭ মিনিটে পরপর তিনটি গোল করে কাতালানদের হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন। গত আগস্টে ডিপোর্টিভো লা করুনা থেকে আর্সেনালে যোগ দেন লুকাস পেরেজ। কিন্তু গানার্স শিবিরে আসার পর থেকে তিনি গোড়ালির ইনজুরির কারণে প্রায়ই দলের বাইরে ছিলেন। সদ্যই ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। আর ফিরেই চেনালেন নিজের জাত। এই স্প্যানিয়ার্ডের দাপটে সেন্ট জ্যাকব পার্কে পুরো ম্যাচেই প্রাধান্য দেখিয়েছে আর্সেনাল। ৮, ১৬ ও ৪৭ মিনিটে পেরেজ দলের পক্ষে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৫৪ মিনিটে মেসুত ওজিলের সহায়তায় এ্যালেক্স ইওবি দলের পক্ষে চতুর্থ গোল করেন। ৭৮ মিনিটে সেইডু ডোম্বিয়া স্বাগতিক বাসেলের পক্ষে সান্ত¡নাসূচক একটি গোল পরিশোধ করেন।
×