ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশ গড়ায় জয়ের ভূমিকা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃত হচ্ছে ॥ ডাঃ শহীদুল্লাহ

প্রকাশিত: ০৬:০০, ৮ ডিসেম্বর ২০১৬

ডিজিটাল বাংলাদেশ গড়ায় জয়ের ভূমিকা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃত হচ্ছে ॥ ডাঃ শহীদুল্লাহ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিস্মরণীয় উন্নয়নের অগ্রযাত্রার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যতিক্রমধর্মী উন্নয়ন তুলনামূলকভাবে এখন আরও বেশি গতিশীল। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা উন্নয়নশীল বিশ্বে মডেল হিসেবে স্বীকৃত হচ্ছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল লাইব্রেরিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘পারসোনাল ডাটাবেজ ডেভেলপমেন্ট এ্যান্ড মেইনটেনান্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডাঃ হরষিত কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল প্রমুখ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের প্রতি শ্রদ্ধা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহে বুধবার সকালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিএসএমএমইউ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। -বিজ্ঞপ্তি মাইন্ডশেয়ারের ক্যাম্পেন সাউথ এশিয়া ডিজিটাল এ্যাওয়ার্ড লাভ বাংলাদেশের শীর্ষস্থানীয় মিডিয়া এজেন্সি, মাইন্ডশেয়ার আরও একবার ক্যাম্পেন সাউথ এশিয়ার এজেন্সি অব দ্য ইয়ার এ্যাওয়ার্ড জিতে নিল। এই পুরস্কারটি মাইন্ডশেয়ারের অতুলনীয় ডিজিটাল সার্ভিসের আরও একটি স্বীকৃতি, যার মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নত ব্যবস্থাপনা, নেতৃত্ব, কর্মপদ্ধতি, টিম গঠন, গ্রাহক অর্জন, প্রবৃদ্ধি, শিল্পোদ্যোগ, অসাধারণ ব্যবসায়িক পারদর্শিতা ও সমগ্র অঞ্চলের বিজ্ঞাপন ও যোগাযোগ শিল্পে সার্বিক অর্জন প্রতিফলিত হয়েছে। এবার নিয়ে টানা চতুর্থবারের মতো মাইন্ডশেয়ার ক্যাম্পেন সাউথ এশিয়ায় পুরস্কৃত হলো, যার মাধ্যমে মিডিয়া ব্যবসার পাশাপাশি ডিজিটাল জগতে মাইন্ডশেয়ারের ক্রমবর্ধমান নেতৃত্ব ফুটে উঠেছে। এ বছর মাইন্ডশেয়ার রেস্ট অফ সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার এবং রেস্ট অব সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ারসহ ৩টি ক্যাটাগরিতে দেশি এবং বিদেশী বিভিন্ন এজেন্সির সঙ্গে শর্টলিস্টেড হয়।-বিজ্ঞপ্তি
×