ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুফতি হান্নানসহ তিন জঙ্গীর মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ০৫:৪৪, ৮ ডিসেম্বর ২০১৬

মুফতি হান্নানসহ তিন জঙ্গীর মৃত্যুদণ্ড বহাল

বিকাশ দত্ত ॥ হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ চাঞ্চল্যকর ১৭ মামলার আসামি মুফতি হান্নানসহ তিনজনের সামনে এখন ফাঁসির রজ্জু। আপীল বিভাগ মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদ- বহাল রেখেছেন। এখন আইনী প্রক্রিয়া শুধুমাত্র একটি পথ বাকি। তা হলো এর রায়ের বিরুদ্ধে রিভিউ করা। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জনকণ্ঠকে বলেছেন, যদি আসামি পক্ষ রিভিউ করতে চায় তা হলে রিভিউ হবে। আর না করলে তাদের কাছে জানতে চাওয়া হবে রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনা করবে কিনা। না করলে দ- কার্যকর করতে কোন অসুবিধা হবে না। বুধবার হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নান, শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনের মৃত্যুদ- বহাল রেখেছেন আপীল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির করা আপীল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপীল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই বেঞ্চের অপর তিন সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার। এছাড়া হাইকোর্টে যাবজ্জীবন কারাদ- বহাল থাকা দুই আসামি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল আপীল করেননি। এর ফলে তাদের যাবজ্জীবন কারাদ- বহালই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে তিন আসামির পক্ষে আপীল শুনানি করেন আইনজীবী মোঃ আলী ও হেলাল উদ্দিন মোল্লা। অপরদিকে রাষ্ট্রপক্ষে আপীল শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালাল (রহ) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় এটি আপীলের রায়। মুফতি হান্নানের বিরুদ্ধে বোমা ও গ্রেনেড হামলার ১৭টি মামলা রয়েছে। এছাড়া রমনা বটমূলে নববর্ষ অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদ- আসামি। এ মামলায় মুফতি হান্নানসহ ৮ জঙ্গীকে মৃত্যুদ- দেয়া হয়। মামলাটি হাইকের্টে ডেথ রেফারেন্স এ শুনানির অপেক্ষায় আছে। তা ছাড়া বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামালা, কোটালীপড়ায় শেখ হাসিনার জনসভায় স্থলে ৭৬ কেজি বোমা পুঁতে রাখা, হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকা-, সিলেটে শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন কামরানকে হত্যা প্রচেষ্টা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা, খুলনায় মসজিদে বোমা হামলার মামলা, পল্টন ময়দানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জনসভায় বোমা হামলার মামলা রয়েছে। এর মধ্যে রমনা বটমূলে হামলার মামলাটি শেষের দিকে। মুফতি হান্নান আফগানিস্তানে গিয়ে তালেবানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধে আহত হবার পর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে তিনি হরকাতুল জিহাদে যোগদান করেন।
×