ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিসিসি মেয়র রিমান্ড শেষে ফের কারাগারে

প্রকাশিত: ০৪:২০, ৮ ডিসেম্বর ২০১৬

জিসিসি মেয়র রিমান্ড শেষে ফের কারাগারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের জিসিসি সাময়িক বরখাস্ত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানকে চাঁদাবাজি ও মারধরের মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার অধ্যাপক এমএ মান্নানকে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোহাম্মদ আবদুল হাই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা চাঁদার দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে টঙ্গীর শিলমন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে রমিজ উদ্দিনকে মারধরের অভিযোগে গত ২৪ নবেম্বর জয়দেবপুর থানায় দায়েরকৃত একটি মামলায় কারাবন্দী মান্নানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন আসামি অধ্যাপক এম এ মান্নানকে রবিবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই শুনানি শেষে অধ্যাপক মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তা তিন কার্যদিবসের মধ্যে কার্যকরের জন্য পুলিশকে আদেশ দেন। এবার ৩৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে দেব ॥ শিক্ষামন্ত্রী স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমাদের যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসএসসি উত্তীর্ণ সবাই যদি কলেজে ভর্তি হয় তারপরও সাত লাখ আসন ফাঁকা থাকবে। তিনি আরও বলেন, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। রয়েছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। তাই সবাই নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করে। এজন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অভিভাবকদের আস্থা অর্জন করতে হবে। তাহলে শিক্ষার্থীর অভাব হবে না। বুধবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবার বছরের প্রথম দিন আমরা ৩৬ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেব। সেমিনারে বিশেষ অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজা। উপস্থিত ছিলেন সেমিনার আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. সুদর্শন ভৌমিক। দুইদিন ব্যাপী আন্তর্জাতিক এই সেমিনারের দেশ বিদেশের প্রায় ৩০০ ডেলিগেট অংশগ্রহণ করছে। ভিক্ষুকমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৭ ডিসেম্বর ॥ সদর উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দেয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সভায় খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ এ ঘোষণা দেন। ভিক্ষুক মুক্ত ঘোষণা করে এ সময় সদর উপজেলার শতাধিক ভিক্ষুককে ভিজিডি কার্ড, রিক্সাভ্যান, ছাগল, হুইল চেয়ার, চাল-ডাউল ও কম্বল বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক জহির রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্তদের কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ ডিসেম্বর ॥ রেলওয়ে প্লাটফর্মে হতদরিদ্র ১১৩ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘গ্রীন লাইফ’ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে অসহায় ও ভাসমান শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহীন মির্জা, এলিনা রহমান মুনমুন, মির্জা গোলাম আহাদ, সেন্টু ঘোষ, সৈয়দ রায়হান, সৈকত মজুমদার, জাহিদুল হাসান লিংকন, আবু কায়েস, শাহজাহান খান, আলী হাসান শান্ত, নারায়ণ পাল, রবিউল হাসান সানিসহ সংগঠনের শিক্ষার্থীরা।
×