ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিংড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:১৯, ৮ ডিসেম্বর ২০১৬

সিংড়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ ডিসেম্বর ॥ সিংড়ায় নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ ও ৬ ডিসেম্বর বেশ কিছু জাতীয় দৈনিক ও অনলাইন ভার্সনে জামায়াতের আমিরের ছেলে ছাত্রলীগ সভাপতি শীর্ষক সংবাদ প্রকাশ হয় যা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ হওয়ায় নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি খালিদ হাসানের রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণœ হয়েছে। এ ধরনের সংবাদ প্রচারকে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আনিছুর রহমান লিখন বলেন, যেসব মিডিয়া এই সংবাদ প্রকাশ করেছে সেগুলোর সংশ্লিষ্ট প্রতিবেদক বরাবর প্রমাণ ও যুক্তি উপস্থাপনের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে খালিদ হাসানের বাবা রওশন আলী জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয় খালিদ হাসান প্রায় ১০ বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছুরিকাঘাতে যশোরে ভ্যানচালক নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খাজুরা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভ্যান চালক। নিহত ভ্যান চালক আবু সাঈদ (১৮) সদর উপজেলার তেজরোল গ্রামের আবুল খায়েরের ছেলে ও খাজুরা বাজারের আব্দুস সাত্তারের বাড়ির ভাড়াটে। মঙ্গলবার রাতে তাকে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ভ্যানচালক আবু সাঈদের বাড়ির মালিক আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান নেশাসক্ত। সে বিভিন্ন সময় আবু সাঈদের ঘরে গিয়ে মাদক সেবন করত। সাঈদ নিষেধ করায় মঙ্গলবার রাতে ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে মিজানুর।
×