ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভর্তি শুরু ১৮ ডিসেম্বর

শাবিতে অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে কমিটি

প্রকাশিত: ০৪:১৬, ৮ ডিসেম্বর ২০১৬

শাবিতে অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে কমিটি

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। ভর্তি শুরুর পাশাপাশি ওই দিন ভর্তি"ছু শিার্থীদের কাছ থেকে আদায় করা ‘অতিরিক্ত’ টাকা পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, ১৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে বি-১ ইউনিটের মেধা তালিকার ১-৭০০ পর্যন্ত এবং ১৯ ডিসেম্বর সকাল নয়টায় একই ইউনিটের ৭০১-১১৫৯ পর্যন্ত শিার্থীকে ভর্তি করানো হবে। ওইদিন দুপুর ২টায় থেকে বি-২ ইউনিটে মেধা তালিকার ১-৩০ পর্যন্ত, বিকেল তিনটা থেকে বি-১ ও বি-২ উভয় ইউনিটের অধীনে মেধা তালিকায় ¯'ান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিার্থীদের ভর্তি করানো হবে। এছাড়া ২০ ডিসেম্বর সকাল নয়টা থেকে ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার মেধা তালিকা থেকে ১-২২৪ ও এগারটা থেকে মানবিক শাখার মেধা তালিকার ১-৩১০ এবং দুপুর দুইটা থেকে কমার্স শাখার মেধা তালিকার ১-৮ পর্যন্ত শিার্থীদের ভর্তি করানো হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটww w.sust.edu/ admission ভিজিট করে এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে। এদিকে ‘অতিরিক্ত’ টাকা ফেরত দিতে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানান বেলায়েত হোসাইন। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক ড. রেজা সেলিম ও ড. জহিরুল ইসলাম। পটকা মাছ খেয়ে আরও একজনের মৃত্যু স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা ৬। বুধবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শফাতুন্নেছা (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়। তিনি উপজেলার থুবাং গ্রামের আবদুল মুতলিবের স্ত্রী। পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় গত মঙ্গলবার একে একে মৃত্যুবরণ করেন ৫ জন। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন, শিশুশ্রমকে না বলুন’ সেøাগানকে সামনে রেখে সদ্যসমাপ্ত আভাস প্রি-স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে বুধবার সকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশু অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক জীবন কৃষ্ণ দে। নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এর উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের শিক্ষা কর্মকর্তা কাওসার হোসেন, কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ। শেখ হেলাল উদ্দিন বৃত্তি চালু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার বেতাগায় শিক্ষা সহায়তায় শেখ হেলাল উদ্দীন এমপির নামে শিক্ষাবৃত্তি চালু হয়েছে। ফকিরহাট উপজেলার দরিদ্র ও মেধাবী যে সকল শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা এ বৃত্তি পাবেন। বুধবার বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বেতাগা ইউপির ডিজিটাল সেন্টার ও ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে। এছাড়া বেতাগার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে সাতটি বৃত্তি। এগুলো হচ্ছে- ডাঃ আবু তালেব বৃত্তি, হৃদয় রঞ্জন দাশ বৃত্তি, আমজাদ হোসেন বৃত্তি, আব্দুল জব্বার মোল্লা বৃত্তি, নগেন্দ্রনাথ দাশ বৃত্তি, কেশবলাল বৃত্তি ও ড. সুবোধ চন্দ্র দাশ বৃত্তি।
×