ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণখোলায় লাখ লাখ টাকা হাতিয়ে উধাও এহসান সোসাইটি

প্রকাশিত: ০৪:১৫, ৮ ডিসেম্বর ২০১৬

শরণখোলায় লাখ লাখ টাকা হাতিয়ে উধাও এহসান সোসাইটি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় অসহায় শত শত নারী ও পুরুষকে ভাগ্য উন্নয়নসহ প্লট বরাদ্দ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে এহসান সোসাইটি নামের একটি এনজিও। বুধবার দুপুরে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে আহুত এক সংবাদ সম্মেলনে উপজেলার মালিয়া গ্রামের বাসিন্দা মকবুল খানের ছেলে কৃষক কাওসার খান এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালে তার এলাকার অসহায় দিনমজুর শত শত নারী পুরুষকে আট বছর মেয়াদী ডিপিএসে দ্বিগুণ ও জমানো টাকায় ব্যাপক মুনাফাসহ প্রত্যেককে জেলা শহরে প্লট বরাদ্দ দেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে বেসরকারী সংস্থা এহসান সোসাইটি তাদের কার্যক্রম শুরু করেন। উপজেলা সদরের রায়েন্দা বাজারের দর্জিপট্টি এলাকায় হাজী আঃ রহিম কারীর একটি বিল্ডিংয়ে গত কয়েক বছর ধরে ওই সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। গত ১৫ বছরে ওই সংস্থাটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। পরবর্তীতে গ্রাহকদের জমানো টাকা ফেরত পেতে শরণখোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তর সোনাতলা গ্রামের বাসিন্দা শামছু মিস্ত্রির ছেলে জাকারিয়া মিস্ত্রি ও তার সহযোগী উপজেলা সদর রায়েন্দা বাজারের আরকেডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী মোঃ ফুলমিয়া জমাদ্দারের সাথে যোগাযোগ করা হলে তারা তালবাহানা শুরু করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতারিত গ্রাহক রেহেনা বেগম, আসমা বেগম, নিলুফা বেগমসহ অনেকে বলেন, তাদের ডিপিএসের মেয়াদ গত ৫-৬ বছর পূর্বে পূর্তি হলেও এহসান সোসাইটির অসাধু কর্মকর্তারা বীমার দাবি পরিশোধ না করে রাতের আঁধারে পালিয়ে গেছে। অটোরিক্সার চাকায় গামছা পেঁচিয়ে ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৭ ডিসেম্বর ॥ করিমগঞ্জে অটোরিক্সার চাকায় মাথায় জড়ানো হাজীদের গামছা পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে গোলাম মোস্তফা ওরফে মানিক মুন্সি (৬৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামের মৃত তসির উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ-জঙ্গলবাড়ি সড়কের গাঙ্গাইল পাঠানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মানিক মুন্সি তবলিগ জামায়াতের আমির ছিলেন। তিনি ঢাকার টঙ্গী থেকে তবলিগ জামায়াত শেষে কিশোরগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন। পথে জঙ্গলবাড়ির পাঠানপাড়া এলাকায় গলায় থাকা গামছা অটোরিক্সার চাকায় জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×