ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেমিক্যালে পাকছে অপরিপক্ব টমেটো

প্রকাশিত: ০৪:১৪, ৮ ডিসেম্বর ২০১৬

কেমিক্যালে পাকছে অপরিপক্ব টমেটো

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘টমেটোর রাজ্য’ খ্যাত গোদাগাড়ী উপজেলায় জমি থেকে উঠছে উন্নতজাতের শীতকালীন হাইব্রিড টমেটো। এবারও বাম্পার ফলন হয়েছে টমেটোর। তবে এক শ্রেণীর মুনাফালোভী কৃষক ও ব্যবসায়ী এ টমেটো অপরিপক্ব অবস্থায় জমি থেকে তুলে তা দ্রুত পাকানোর জন্য ব্যবহার করছে মাত্রাতিরিক্ত রাসায়নিক কেমিক্যাল। আর এতেই অপরিপক্ব সবুজ টমেটো হয়ে উঠছে লাল টুকটুকে। বিশেষজ্ঞরা বলছেন, টমেটোতে অতিমাত্রায় রাসায়নিক কেমিক্যাল স্প্রে করা হলে তা হবে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এদিকে এ অবস্থায় গোদাগাড়ীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইথিফন গ্রুপের এ রাসায়নিক কেমিক্যাল টমেটোতে স্প্রে করার অপরাধে এরই মধ্যে লাখ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। সর্বশেষ গত সোমবার গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড মাঠে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরিপক্ব টমেটোতে কৃষকরা মাত্রাতিরিক্ত ইথিফন স্প্রে শুরু করেছে। এ কারণে খবর পেয়ে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ গত সোমবার ১০ চাষী-ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন আটকদের এক লাখ টাকা অর্থদ- দেন। স্থানীয়রা জানায়, কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে কম দামে কাঁচা টমেটো কিনছে। এরপর তারা খোলা জায়গায় টমেটো রোদে রেখে দেদার মাত্রাতিরিক্ত ইথিফন গ্রুপের হরমোন স্প্রে করছে। এ হরমোন অতিমাত্রায় ব্যবহার করার ফলে মুহূর্তে কাচা টমেটো লালবর্ণ ধারণ করছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক কেমিক্যাল স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর। প্রসঙ্গত, সারাদেশে উৎপাদিত মোট শীতকালীন টমেটোর তিন ভাগের দুই ভাগই উৎপাদন হয় গোদাগাড়ীতে। আগাম টমেটো বাজারজাত করে লাভের আশায় এখানকার চাষীরা জমি থেকে কাঁচা টমেটো তোলেন। এরপর তাতে স্প্রে করা হয় ইথিফন গ্রুপের হরমোন। চলতি মৌসুমে গোদাগাড়ীতে দুই হাজার ৪২০ হেক্টর জমিতে শীতকালীন টমেটোর চাষ হয়েছে। বুধবার গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সবখানে পুরোদমে শুরু হয়েছে টমেটোর কারবার। কেউ ক্ষেত থেকে টমেটো তুলছেন। কেউ রোদে শুকাচ্ছেন আবার কেউ প্যাকেটজাত করছেন। টমেটোর কারবার ঘিরে পুরো উপজেলায় শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। এরই মধ্যে অসাধ্য ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় রাসায়নিক কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে টমেটো। এসব টমেটোর বেশিরভাগ রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের বড়বড় মোকামে চলে যাচ্ছে। গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গার্ডেন নামের এক ধরনের মেডিসিনের বোতলে স্পষ্টভাবে লেখা রয়েছে ফল পাকানোর জন্য ব্যবহার করা যাবে না। তবুও এক শ্রেণীর চাষী ও ব্যবসায়ী টমেটো পাকানোর জন্য সেটি ব্যবহার করছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
×