ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে আইসিবিকে বেছে নিল সিএসই

প্রকাশিত: ০৪:০৯, ৮ ডিসেম্বর ২০১৬

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে আইসিবিকে বেছে নিল সিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) বেছে নিল চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)। এরই অংশ হিসেবে সাথে প্রাথমিকভাবে একটি সমঝোতা স্মারক সই করেছে সিএসই। আইসিবিকে কৌশলগত বিনিয়োগকারী করার উদ্দেশে এই চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর আইসিবির সাথে সিএসই এ চুক্তি সম্পন্ন করে। ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী আইসিসিবিকে কৌশলগত বিনিয়োগকারী করার উদ্দেশে এই চুক্তি সই হয়েছে। আইসিবির পরিচালনা পর্ষদে অনুমোদনের পরেই চূড়ান্ত হবে কৌশলগত বিনিয়োগকারীর বিষয়টি। এর আগে কৌশলগত বিনিয়োগকারী নিতে আগ্রহপত্র আহ্বান করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা বা ডিমিউচুয়ালাইজেশন আইনের বিধান অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির বাধ্যবাধকতা রয়েছে। বিধান অনুযায়ী, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ ২৫ শতাংশ বরাদ্দ কৌশলগত বিনিয়োগকারীর জন্য। ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে বিদেশী কোন স্টক এক্সচেঞ্জ, খ্যাতনামা আর্থিক, দেশী-বিদেশী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান, মূলধনী বিনিয়োগকারী প্রতিষ্ঠান অথবা ওই জাতীয় প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগকারী হতে পারবে।
×