ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৮শ’ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০৪:০৮, ৮ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৮শ’ কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এই উত্থানের ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে; যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকের। এদিকে ডিএসইতে লেনদেনও সাড়ে ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবারে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) জেড ক্যাটাগরির অস্বাভাবিক দরবৃদ্ধিতে তদন্ত কমিটি গঠনের পর কোম্পানিগুলো দর হারিয়েছে। অন্যদিকে ভাল মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। সেই সঙ্গে কোম্পানিগুলোর লেনদেনও আগের দিনের চেয়ে বেশ বেড়েছে। তবে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। এই কোম্পানির দিনটিতে মোট ৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৮ কোটি ৮৮ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর। বুধবার সকালে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিনই সেখানে সূচকের ইতিবাচক প্রবণতা বজায় ছিল। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৩ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, আরএসআরএম স্টিল, আর্গন ডেনিমস, কাসেম ড্রাইসেল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ফরচুন সুজ, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা ও অলিম্পিক এক্সেসরিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ড্রাগন সোয়েটার, আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, বে-লিজিং, প্রিমিয়ার লিজিং, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস, ফরচুন সুজ, ফাস ফাইন্যান্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, রহিমা ফুড, বিডি অটোকারস, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এমবে ফার্মা, নর্দার্ন জুটস, লিব্রা ইনফিউশন, আইএসএন ও প্রাইম ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আইপিডিসি, ফরচুন সুজ, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, ড্রাগন সোয়েটার, আর্গন ডেনিমস, বেক্সিমকো, কেয়া কসমেটিকস ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×