ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাইওয়ানের প্রেসিডেন্টকে ঢুকতে দেবেন না ॥ যুক্তরাষ্ট্রকে চীন

প্রকাশিত: ০৪:০৬, ৮ ডিসেম্বর ২০১৬

তাইওয়ানের প্রেসিডেন্টকে ঢুকতে দেবেন না ॥ যুক্তরাষ্ট্রকে চীন

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে যেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া না হয় সে উদ্দেশে চীন তৎপর হয়েছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রটোকল ভেঙ্গে সাই’য়ের টেলিফোন আলাপের খবর প্রকাশের পর থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। আগামী মাসে সাই’য়ের তিনটি লাতিন আমেরিকান দেশ সফরের কথা রয়েছে। চীন দাবি করেছে, যুক্তরাষ্ট্র যেন সাই’কে সেদেশে ঢুকতে না দেয়। এ থেকে ধারণা পাওয়া যায়, ট্রাম্পের সঙ্গে সাই’য়ের ফোনালাপকে বেজিংয়ের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন নিজের অংশ বিবেচনা করে। সাই যেভাবে নিজস্ব ধারায় দ্বীপটি শাসন করছেন বেজিং তাকে স্বীকৃতি দেয়নি। বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির সম্পর্ক ফের অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। সাই এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট। আগামী মাসে নিউইয়র্ক হয়ে তার মধ্য আমেরিকান দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া ও এল সালভাদর যাওয়ার কথা রয়েছে। এটিও ধারণা করা হচ্ছে যে, ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত ¡গ্রহণের পর সাই তার সঙ্গে বৈঠক করতে পারেন। এটি যেন হতে না পারে তা আটকানোর চেষ্টা করছে চীন। চীনের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা আশা করছে লাতিন আমেরিকা সফরের জন্য যুক্তরাষ্ট্র সাই’কে নিজের ভূখন্ড ব্যবহার করতে দেবে না। অথবা এমন কিছু করবে না যা ‘তাইওয়ানের স্বাধীনতা’ মেনে নেয়ার সঙ্কেত দেবে। সাই’য়ের তাইওয়ানের ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) স্বাধীনতাপন্থী হিসেবে পরিচিত। তার আসল উদ্দেশ্য এখন ‘স্পষ্ট বোঝা যাচ্ছে’ বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে চীনের ওই আহ্বান নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বোঝাপড়ার অংশ হিসেবেই ওয়াশিংটন তাইওয়ানের নেতাদের অনানুষ্ঠানিক ট্রানজিট দিয়ে থাকে। কেবল সাই’য়ের সঙ্গে ট্রাম্পের ১০ ফোনালাপে বেজিং ক্ষুব্ধ হয়েছে তাই নয় এই ফোনালাপের নেপথ্যে রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বব ডোল ভূমিকা রেখেছেন এটি জানার পর চীনের ক্ষোভ আরও বেড়েছে। ভারতের দ্বীপে প্রবল বর্ষণে আটকা এক হাজার পর্যটক ভারতের পূর্ব উপকূলের একটি দ্বীপে প্রবল বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল হয়ে পড়ায় প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান। স্থানীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হ্যাভলকে আটকা পড়া পর্যটকদের উদ্ধারের জন্য ভারতীয় নৌবাহিনীর সহায়তা চেয়েছে। ছোট দ্বীপটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। খবর এএফপির। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক টিকেএস অজয়ান টেলিফোনে এএফপিকে বলেন, ভারি বৃষ্টিপাতের কারণে হ্যাভলক দ্বীপে সোমবার থেকে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছে। প্রাচীন দ্বীপ, জলজ জীববৈচিত্র্য ও নয়নাভিরাম সবুজ বনভূমির জন্য দ্বীপপুঞ্জটি ভারতের দেশী পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। বৈরী আবহাওয়ার কারণে দ্বীপপুঞ্জটির সঙ্গে মূল ভূখণ্ডের ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভারতীয় নৌবাহিনী দ্বীপটিতে ৪টি জাহাজ মোতায়েন করেছে। পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত ॥ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মঙ্গলবার একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। ক্যাপিটাল এক্সপ্রেস নামের ট্রেনটি বিহার রাজ্যের রাজেন্দ্রনগর থেকে অসম রাজ্যের গুয়াহাটি যাওয়ার পথে পশ্চিমবঙ্গে দুর্ঘটনায় পড়ে বলে জানানো হয়েছে।
×