ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ব্র্যাকে ডোনেশন ক্যাম্পিং

প্রকাশিত: ০২:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য ব্র্যাকে ডোনেশন ক্যাম্পিং

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ সহায়তা প্রদানে বুধবার থেকে সাত দিন ব্যাপী বিশেষ ডোনেশন ক্যাম্পিং শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ ক্যাম্পিং এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করার প্রত্যাশা রয়েছে। ইতমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ৬৫ লাখ টাকা নিজস্ব তহবিল থেকে ব্র্যাককে প্রদান করেছে। বাকি টাকা বিভিন্ন সংস্থা, ব্যাক্তি ও অন্যান্য আগ্রহী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হবে। এই টাকা ৪৯৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হবে। প্রতি পরিবার পাবে ২৫ হাজার টাকা। সহায়তায় প্রদানে আগ্রহীরা উল্লিখিত ব্যাংক একাউন্টে বা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। একাউন্ট নাম: ব্র্যাক, একাউন্ট নম্বর: ১৫০১২০-২৩১৬৪৭৪০০১ (ব্র্যাক ব্যাংক), বিকাশ নম্বর: ০১৭৩০৩২১৭৬৫। এদিকে বুধবার রাজধানীর মহাখালীস্থ কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ব্র্যাক। দুুপুর ২টা থেকে ব্র্যাকের উদ্যোগে পাঁচশত ক্ষতিগ্রস্ত পরিবারে বিভিন্ন গৃহস্থালী উপকরণ, পাঁচশত কম্বল ও পরিচ্ছন্নতার জন্য পাঁচশত গোসল করার সাবান বিতরণ করা হয়। উল্লেখ্য, আগুন লাগার পর থেকে গত রবিবার থেকে ব্র্যাক কড়াইল বস্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে আহত ও অসুস্থ ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের কাজ চালু রেখেছে।
×