ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে ৪০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ০২:১০, ৭ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানে ৪০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক ॥ ৪০ জনের বেশি আরোহী নিয়ে পাকিস্তানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তরাঞ্চল চিত্রাল থেকে ইসলামাবাদে যাওয়ার পথে বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ৪০ জনের বেশি যাত্রী নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে ছেড়ে যাওয়া পিকে-৬৬১ আন্তর্জাতিক ফ্লাইটটি বিকেল ৪টা ৪০ মিনিটে ইসলামাবাদের বেনজীর ভুট্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। ইঞ্জিনের ত্রুটির কারণে অ্যাবোটাবাদ শহরে ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে গ্লোবাল অ্যাভিয়েশন ওয়াচডগ অ্যাভিয়েশন হেরাল্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গনমাধ্যমের খবরে বলা হয়েছে ৪০ জনের বেশি আরোহীর কথা। জিও টিভি জানিয়েছে, বিমানটিতে ৪৭ জন আরোহী ছিল। গন্তব্যে পৌঁছার মাত্র ১০ মিনিট আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
×