ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২২:৩১, ৭ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল শহরে বিজয় র্যা্লী, দোয়া খায়ের ও আলোচনা সভা। মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতিকের নেতৃত্বে বিজয় র্যানলীটি শহরের পূর্বপাড়া লোন অফিস চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। দিবসটি উদযাপন কমিটির সমন্বয়কারি মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতিক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা জাসদ সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল, ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, ওয়াশিকার মো. ইকবাল মাজু, এনামুল হক টুকু, মজিবুর রহমান প্রমুখ।
×